এক ক্ষুধার সাধারণতন্ত্র! রিপাবলিক অব হাঙ্গার! আট বছর আগেও বাংলাদেশ, পাকিস্তানের চেয়ে এগিয়ে ছিল ভারত। এখনও রোয়ান্ডারও নিচে! বিশ্ব ক্ষুধা সূচকে রোয়ান্ডা ১০২। ভারত ১০৭! ২০১৪-তে ছিল ৯৯। দক্ষিণ এশিয়াতে একমাত্র আফগানিস্তান (১০৯) আমাদের নিচে। শ্রীলঙ্কা (৬৪), নেপাল (৮১), বাংলাদেশ (৮৪) এমনকি পাকিস্তান (৯৯) পর্যন্ত ভারতের উপরে!
