২৪ এপ্রিল,শুক্রবার, ২০২০
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি দিয়েছেঃ
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী ) র পলিট ব্যুরো সংগৃহীত ধান মজুদকে ইথানলে রূপান্তরিত করে জৈব জ্বালানী হিসাবে এবং স্যানিটাইজার তৈরির জন্য ব্যবহারের অমানবিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায়।
এই লকডাউনের ফলে লক্ষ লক্ষ পরিযায়ি শ্রমিক, অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক সহ অগুণতি গরীব মানুষ এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছেন , খাদ্য সঙ্কটের দরুণ তারা অনাহারের দোরগড়ায় উপস্থিত হয়েছেন । এই অবস্থায় সরকারের এমন সিদ্ধান্ত তাদের কাছে চপেটাঘাতের শামিল। সিপিআই (এম) এর পক্ষ থেকে সকল অভাবগ্রস্তকে যে বিপুল খাদ্যভান্ডার মজুদ রয়েছে তা বিনামূল্যে বন্টনের জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির মাধ্যমে সার্বজনীন গণবন্টনের জন্য খাদ্যশস্যের সংস্থান বাড়ায়নি।খাদ্যশস্য হওয়া উচিত মানুষের জন্য, জ্বালানির জন্য নয়,এফএওর পক্ষ থেকেও এটাই বলা হয়।
যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঐতিহাসিকভাবে কম, এবং যখন লকডাউনের জন্য পেট্রল-চালিত গাড়ি রাস্তা থেকে উধাও সেই সময়ে পেট্রলে ইথানল মেশানোর জন্য মূল্যবান চাল ব্যবহারের যুক্তি বোধগম্যতার বাইরে। তেল আমদানির ব্যয় হ্রাস পেয়েছে এবং স্যানিটাইজারের জন্য প্রয়োজনীয় অ্যালকোহল উৎপাদন করার জন্য দেশের অভ্যন্তরেই যথেষ্ট অব্যবহৃত রসদ রয়েছে।
লক্ষ লক্ষ মানুষ ক্ষুধা, নিরাশ্রয়,বঞ্চনার সম্মুখীন হয়েও বাঁচার জন্য সংগ্রাম করছে, কর্পোরেট মুনাফার বিনিময়ে তাদের জীবন নিয়ে ছিনিমিন খেলা চলবে না -এটা অপরাধ।
সিপিআই (এম) এর পলিট ব্যুরো অবিলম্বে এই জঘন্য সিদ্ধান্তটি প্রত্যাহার করার আহ্বান জানায় ।