শেষ অবধি অদম্য জেদ এবং সাহসকে সত্যের পথে অবিচল রাখাই নিজের জীবন রক্ষার চেয়ে বেশী গুরুত্বপূর্ণ বলে সিদ্ধান্ত নিলেন। বিচারের সময় অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বিচারকের উদ্দেশ্যে বলেছিলেন " আমার শেষবিচার সম্পর্কে আমার থেকেও আপনাদের ভয় বেশী"।
চার্চের অধীনস্ত বিদ্যালয়ের ছাত্রাবস্থায় এক ঝড়ের সন্ধ্যায় হাওয়ায় দুলতে থাকা লণ্ঠনের দুলুনির সময় মাপতে নিজের হাতের নাড়ি টিপে পরীক্ষা করেছিলেন গ্যালিলিও, বিস্ময়ের সাথে পর্যবেক্ষণ করেছিলেন লণ্ঠনের দুলুনির সময় দুদিকে যেতে আসতে একই সময় লাগে।
গনতন্ত্র, স্বাধীনতা, মানুষের অধিকার এই শব্দগুলো যতদিন মানবসমাজে প্রাসঙ্গিক থাকবে ততদিনই ইতিহাসের পাতায় আজকের পৃথিবীর মানুষের জন্য একটি ঋণের হিসাবও লেখা রয়ে যাবে। সেই ঋণ সেদিন লেখা হয়েছিল যেদিন সোভিয়েত লাল ফৌজের যান কবুল লড়াইয়ের সামনে আত্মসমর্পণ করেছিল হিটলারের অহংকার, জার্মান সেনাবাহিনী্র ষষ্ঠ ডিভিশন। ইতিহাসের পাতায় সেই আত্মসমর্পণ হয়েছিল আজকের দিনে - ৩১শে জানুয়ারি, ১৯৪৩ সালে।