PB Statement

অবিলম্বে ইউজিসি-এর নির্দেশিকা প্রত্যাহার করতে হবে

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সভাপতি, এম. জগদীশ কুমারের, সমস্ত রাজ্যের রাজ্যপালদের চিঠি দিয়ে তাদের রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে ভারতীয় দর্শনে "আদর্শ রাজা" এর মতো বিষয়ের উপর বক্তৃতা দিতে "উৎসাহিত" করার জন্য, সেইসাথে, 'খাপ পঞ্চায়েত' এবং তাদের "গণতান্ত্রিক ঐতিহ্য" বিষয়ে আলোচনার জন্য যে নির্দেশিকা পাঠিয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেছে। ২৬ নভেম্বর সংবিধান দিবসে ভারতকে "গণতন্ত্রের জননী" হিসাবে উদযাপন করার যে পরিকল্পনা তাকে সামনে রেখেই এই চিঠি দেওয়া হয়েছে।

এটি আমাদের সংবিধানের কাঠামোর পাশাপাশি সংসদ কর্তৃক প্রণীত ইউজিসি আইনের বিধিবদ্ধ বিধানের সরাসরি লঙ্ঘন। ইউজিসি সারাদেশে ৯০টি বিশ্ববিদ্যালয়ে ৯০টি ভাষণের পরিকল্পনা করেছে।

ইউজিসি সভাপতির হাস্যকর দাবি হল যে প্রাচীন ভারত অনন্য ছিল কারণ সেখানে স্বৈরাচার বা অভিজাততন্ত্র ছিল না। বর্ণাশ্রমের বাস্তবতা এবং বর্ণ ভিত্তিক সামাজিক শ্রেণীবিন্যাস যা আমাদের আধুনিক গণতন্ত্রের বিবর্তনে একটি বড় চ্যালেঞ্জ, সেই বাস্তবতাকে অস্বীকার করে এমন দাবি করা ইউজিসি সভাপতির পক্ষে অযাচিত।

ইউজিসি প্রধান উচ্চ শিক্ষার ক্ষেত্রে নির্বাচিত রাজ্য সরকারগুলির সাথে গণতান্ত্রিক পরামর্শের সাংবিধানিক প্রয়োজনীয়তাকে অস্বীকার করেছেন এবং এই এজেন্ডা অনুসরণ করার জন্য সরাসরি অনির্বাচিত আরএসএস-বিজেপি নিযুক্ত রাজ্যপালদের সাথে যোগাযোগ করেছেন। এটি আমাদের সংবিধানের ভিত্তিকে ক্ষুণ্ন করার পাশাপাশি বৈজ্ঞানিক মনন এবং যৌক্তিকতাকে ধ্বংস করার জন্য শিক্ষাকে একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করার জাতীয় শিক্ষানীতির আসল উদ্দেশ্যকেই প্রকাশ করে।

এই পরিকল্পনা অবিলম্বে বন্ধের দাবিতে সকল গণতান্ত্রিক সংগঠন ও ব্যক্তিত্বদের যোগদানের আহ্বান জানিয়েছে পলিট ব্যুরো।


শেয়ার করুন

উত্তর দিন