PB Statement

তথ্যপ্রযুক্তি বিধির সংশোধন প্রত্যাহার করতে হবে

তথ্যপ্রযুক্তি বিধি ২০২১-এর সংশোধনীগুলিতে দৃঢ়ভাবে আপত্তি জানাচ্ছে সিপিআই(এম)-র পলিট ব্যুরো। এই সংশোধনীর ফলে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) কে কেন্দ্রীয় সরকার সম্পর্কে যে কোনও "ভুয়া, বা মিথ্যা, বা বিভ্রান্তিকর" তথ্য যাচাই করার ক্ষমতা দেওয়া হয়েছে এবং ফেসবুক, টুইটার, গুগলের মতো সমাজ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোকে সেই সমস্ত তথ্য মুছে ফেলার জন্য বাধ্য করার ক্ষমতা দেয়। যদি এই কোম্পানিগুলি এই নির্দেশ প্রত্যাখ্যান করে, তাহলে তারা তাদের "নিরাপদে কাজ করার অনাক্রম্যতা"(সেফ হারবার) হারাবে যা এই প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের দ্বারা পোস্ট করা যেকোনো অবৈধ বা মিথ্যা বিষয়বস্তুর বিরুদ্ধে তাদের সুরক্ষার নিশ্চয়তা দেয়।

পিআইবি-র কাছে এই ধরনের ব্যাপক ক্ষমতা এই প্ল্যাটফর্মের সমস্ত ব্যবহারকারীকে প্রভাবিত করবে এবং এটা সরাসরি সেন্সরশিপের সমান।এটা সম্পূর্ণরূপে গণতন্ত্রবিরোধী ও অগ্রহণযোগ্য। তথ্যপ্রযুক্তি বিধির এই সংশোধনী অবিলম্বে প্রত্যাহার করতে হবে।


শেয়ার করুন

উত্তর দিন