Logo oF Communism

লাদাখে সীমান্ত সংঘর্ষ নিয়ে সিপিআই(এম) পলিট ব্যুরোর বিবৃতি

১৬ জুন, ২০২০

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)'র পলিটব্যুরো নিম্নলিখিত বিবৃতি দিয়েছে:

লাদাখে দুদেশের সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা হ্রাস করার প্রক্রিয়া চলাকলীন গালোয়ান উপত্যকায় আজ দুদেশের সেনাবাহিনীর মধ্যে যেভাবে সংঘর্ষ হয়েছে সেই ঘটনা খুবই দুঃখজনক। বিগত ৬ জুন থেকে দুদেশের সেনাবাহিনীর উচ্চ আধিকারিকদের মধ্যে যখন সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা হ্রাস করা নিয়ে আলোচনা চলছে সেই সময় এই সংঘর্ষের ঘটনা হয়েছে। দুপক্ষই এই সংঘর্ষে হতাহতদের সম্পর্কে তথ্য জানিয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর একজন সেনা আধিকারিক এবং দুইজন জওয়ানের মৃত্যুতে সিপিআই(এম)'র পলিট ব্যুরো গভীর শোকপ্রকাশ করছে।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে দু পক্ষই ঐ স্থানে একে অন্যের সাথে আলোচনায় বসেছে যাতে উত্তেজনার নিরসন হয় এবং অবিলম্বে শান্তিস্থাপন হয়।
ভারত সরকারকে এখনই সংশ্লিষ্ট দায়িত্ব পালন করে এই অবস্থার আসল কারণ স্পষ্ট জানাতে হবে। দুদেশের সরকারকেই একে অন্যের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করে এই অবস্থার নিরসন করতে হবে এবং সীমান্তবর্তী এলাকায় শান্তি এবং যথাযথ শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে যেমনটা দুদেশেরই স্বীকৃত ঘোষণাপত্রে রয়েছে।
শেয়ার করুন

উত্তর দিন