ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি দিয়েছেঃ
মার্চ ১৮,২০২০,বুধবার
শস্যের বিশাল মজুত ভান্ডার খুলে দিতে হবে
সারা দেশে মারণ কোভিড-১৯’র সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে প্রয়াস নেওয়া হয়েছে, এই ব্যাবস্থারই বিপ্রতীপ প্রভাব পড়তে শুরু করেছে দেশের গরিব ও প্রান্তিক মানুষের একটি বিরাট অংশের জীবনের উপরে। চিকিৎসা পরিষেবা, পর্যটন, নির্মাণ, পরিবহনের মতো জাতীয় অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রগুলি থমকে গিয়েছে এবং সেই ধাক্কা আছড়ে পড়ছে দৈনিক মজুরি থেকে শুরু করে অসংগঠিত শ্রমিক, পথে ব্যবসা করা হকার, ছোট দোকানী এবং পরিযায়ী শ্রমিকদের উপরে।
এরই প্রত্যক্ষ প্রভাবে দেশের গরিব জনতার মধ্যে খাদ্যের দাবি বাড়ছে, অপুষ্টি বৃদ্ধি পাচ্ছে এবং অনুসারী হিসাবে রোগপ্রতিরোধ ক্ষমতাও কমছে। অসংগঠিত এবং পরিযায়ী শ্রমিক জনতার স্বার্থে তাই এখনই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যসরকার গুলিকে দেয় খাদ্যশস্যের পরিমান বিনা মাসুলে বাড়াতে হবে যাতে রাজ্য সরকারগুলি বিনামুল্যে রেশন ব্যাবস্থার প্রকল্প চালু করতে পারে। চলতি বছরের ১ ফেব্রুয়ারির হিসাব অনুযায়ী কেন্দ্রীয় সরকারের অধীনে ৭.৫ কোটি টন খাদ্যশস্যের এক বিশাল মজুত ভাণ্ডার রয়েছে যা গুদামে পচছে।
বর্তমান সংকটের সময়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলি যদি বিনামুল্যে রেশন প্রকল্প চালু না করে এবং দেশের গরীব জনতার সাহায্যে এগিয়ে না আসে তবে তারা কোভিড-১৯’র আক্রমণে আরও বেশি আক্রান্ত হবেন।
সারা দেশের গরীব মানুষের মধ্যে খাদ্যশস্য বিলি করতে কেন্দ্রীয় সরকারের বিশাল মজুত ভান্ডার খুলে দেবার আবেদন জানাচ্ছে পলিট ব্যুরো।
One comment