Logo oF Communism

জনগণনা স্থগিত রাখা ও এনপিআর বাতিলের দাবিতে পলিট ব্যুরোর প্রেস বিবৃতি

মার্চ ১৯, ২০২০, বৃহস্পতিবার

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি দিয়েছেঃ

জনগণনার প্রক্রিয়া স্থগিত রাখা হোক – এনপিআর পরিগননা বাতিল করা হোক

মহামারী হিসাবে কোভিড-১৯’র সংক্রমণ ছড়িয়ে পড়া এবং এর প্রতিরোধে সতর্কতা হিসাবে জনজীবনে একে অন্যের থেকে অন্তরিত থাকার বাধ্যবাধকতার কারনে সিপিআই(এম)’র পলিট ব্যুরো সরকারি পূর্বঘোষণা অনুযায়ী ১ এপ্রিল থেকে এনপিআর পরিগননার কাজ বাতিল করার দাবীতে দৃঢ় মতামত জানিয়েছে। জনস্বাস্থ্য বিপর্যয় এবং তার ফলাফল হিসাবে জনজীবনের উপরে নেমে আসা এই সংকটকে নিয়ন্ত্রণ ও মোকাবিলা করাই এই মুহূর্তে দেশের সরকার এবং তার প্রতিটি সংস্থার একনিষ্ঠ কর্তব্য পালনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত। ইতিমধ্যেই ১৩ টি রাজ্যসরকার এনপিআর/এনআরসি’র প্রকরণ নিয়ে নিজেদের বিরোধিতা স্পষ্ট করেছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি জনগণনার কাজ স্থগিত রাখা উচিত।

১৯ মার্চ রাত ৮টায় নিজের বহুল বিজ্ঞাপিত 'জাতির উদ্দেশ্যে ভাষণ'র সময়ে যাতে প্রধানমন্ত্রী এই মর্মে ঘোষণা করেন পলিট ব্যুরো তার কাছে এই আহ্বান জানাচ্ছে।




শেয়ার করুন

উত্তর দিন