PB Statement

পলিট ব্যুরোর বিবৃতি

পলিট ব্যুরো কমিউনিকে

তারিখঃ ১১ মার্চ, ২০২১ - বৃহস্পতিবার

১১ মার্চ,২০২১ তারিখে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরোর অনলাইন সভা হয়েছে। পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ

আসন্ন বিধানসভা নির্বাচনসমূহ প্রসঙ্গে

কেরালা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম ও পুদুচ্চেরিতে আসন্ন বিধানসভা নির্বাচনে এবং ত্রিপুরায় অটোনমাস জেলা কাউন্সিল নির্বাচনে বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তির জয় নিশ্চিত করতে পলিট ব্যুরো সারা দেশের পার্টি কর্মীদের আহ্বান জানিয়েছে। এই সমস্ত নির্বাচনে সিপিআই(এম) প্রধান লক্ষ্য সংশ্লিষ্ট রাজ্যগুলিতে জনগণের কল্যানে বিজেপি'কে পরাস্ত করা এবং সার্বিকভাবে ভারতের ঐক্য এবং অখন্ডতা রক্ষা করা।  

সেই লক্ষ্যে সংশ্লিষ্ট রাজ্যে পার্টির রাজ্য কমিটিগুলি ইতিমধ্যেই নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

নিরবিচ্ছিন্ন ঐতিহাসিক কৃষক সংগ্রাম প্রসঙ্গে

মোদী সরকারের প্রণীত সর্বনাশা নয়া তিন কৃষি আইন বাতিলের দাবীতে চলতে থাকা কৃষকদের ঐতিহাসিক আন্দোলনের প্রতি সিপিআই(এম) নিজের সমর্থন এবং সংহতি জারী রাখছে। চারমাসে এই ঐতিহাসিক সংগ্রামে প্রাণ হারানো তিনশো কৃষকের স্মৃতির প্রতি পলিট ব্যুরো শ্রদ্ধা জানাচ্ছে।

বেসরকারিকরণের বিরুদ্ধে সংগ্রাম প্রসঙ্গে

মোদী সরকারের আমলে দেশের জাতীয় সম্পদের লাগামছাড়া লুট এবং রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রগুলিকে বেসরকারি মালিকানার হাতে তুলে দেবার বিরুদ্ধে সারা দেশজূড়ে যেভাবে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি লড়াই-আন্দোলন চালিয়ে যাচ্ছে পলিট ব্যুরো তার প্রতি সমর্থন এবং সংহতি জ্ঞাপন করছে।

অন্ধ্রপ্রদেশের ভাইজাগ স্টিল প্ল্যান্ট বেসরকারিকরণ রুখে দিতে চলা সংগ্রামের প্রতি পলিট ব্যুরো সমর্থন জানায়।

১৫ এবং ১৬ মার্চ ব্যাংক ইউনিয়নগুলির আহ্বানে, ১৭ মার্চ সাধারণ বিমা ইউনিয়নের ডাকে এবং ১৮ মার্চ জীবনবিমা কর্পোরেশনের ইউনিয়নের আহ্বানে যে ধর্মঘট হতে চলেছে তার প্রতি পলিট ব্যুরো সমর্থন জ্ঞাপন করছে।

বিজেপি সরকারের সংসদে কৈফিয়ত দিতে অস্বীকার করা প্রসঙ্গে

জনজীবনের প্রধান সমস্যা যেমন পেট্রোপন্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকার দেশের সংসদে যেকোনো আলোচনাই প্রত্যাখ্যান করছে, পলিট ব্যুরো কেন্দ্রীয় সরকারের এই মনোভাবের তীব্র বিরোধিতা করছে। আলোচনা এড়িয়ে যাবার উদ্দ্যেশ্যেই ১৫ মার্চ অবধি সংসদের অধিবেশন মুলতবী করে দেওয়া হয়েছে। সংসদে কৈফিয়ত দেবার প্রসঙ্গে ভারতের সংবিধান অনুযায়ী সরকারের যে দায়বদ্ধতা রয়েছে তাকে সরাসরি খারিজ করে দেওয়ার জঘন্যতম উদাহরন হল এই ঘটনা।

পলিট ব্যুরো আরও একবার পেট্রোপণ্যে যাবতীয় বর্ধিত কর প্রত্যাহার করে নেবার দাবী জানাচ্ছে।


শেয়ার করুন

উত্তর দিন