PB Statement

ত্রিপুরায় গণতন্ত্রের হত্যা করা হয়েছে

৬ সেপ্টেম্বর,বুধবার,২০২৩

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

৫ সেপ্টেম্বর ত্রিপুরার দুটি বিধানসভা কেন্দ্র - বক্সনগর এবং ধনপুর - উপনির্বাচনে, বিজেপি রাজ্য সরকারের সরাসরি তত্ত্বাবধানে অভূতপূর্ব কারচুপি করা হয়েছে। গোটা সময় জুড়ে এক ভয়াবহ আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়। সিপিআই(এম) এর পোলিং এজেন্টদের শারীরিক নিগ্রহ করা হয় এবং তাদের কাজ করতে বাধা দেওয়া হয়। বক্সনগরে মাত্র ১৬ জন সিপিআই(এম) পোলিং এজেন্ট এবং ধনপুরে ১৯ জন এজেন্ট ভোট কেন্দ্রে প্রবেশ করতে পেরেছিলেন। কিন্তু বুথে ঢোকার কিছুক্ষণের মধ্যেই তারা শারীরিকভাবে আক্রান্ত হন, তাদের ভয় দেখানো হয় এবং ভোট কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া হয়।

এসব উপনির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রহসন।

সিপিআই(এম) এর পলিট ব্যুরো নির্বাচন কমিশনকে এই উপনির্বাচনগুলিকে প্রত্যাহার করার জন্য এবং কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করে সম্পূর্ণ নতুন করে নির্বাচন করার জন্য দাবি জানিয়েছে। 'অবাধ ও সুষ্ঠু নির্বাচন' পরিচালনার জন্য নির্বাচন কমিশনের আদেশের এমন নির্লজ্জ লঙ্ঘনের সাথে জড়িত সমস্ত আধিকারিকদের পরবর্তী নির্বাচনের সময় নিয়োগ করা উচিত নয়। এ ধরনের সন্ত্রাস সৃষ্টির সাথে যুক্তদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে।


শেয়ার করুন

উত্তর দিন