বাম পরিষদীয় দল ও কংগ্রেস পরিষদীয় দলের পক্ষে যৌথ চিঠি মুখ্যমন্ত্রী কে

বুধবার,১এপ্রিল ২০২০



করোনা ভাইরাস সংক্রমণের পরিপেক্ষিতে লক ডাউন প্রক্রিয়ার ১০ দিন অতিক্রান্ত,

গত ২৩ মার্চ নবান্নে সর্বদলীয় বৈঠকে cpim এর মূল বক্তব্য ছিল, WHO ICMR এর পরামর্শ অনুযায়ী রাজ্য সরকার যে নির্দেশনামা জারি করবে তা সবাই কে ঐক্যবদ্ধ ভাবে কার্যকর করতে হবে।
সেই মনোভাবেই রাজ্যবাসী চলছেন। আজ ১ এপ্রিল এই প্রসঙ্গে জনগণ কে ধন্যবাদ জানিয়ে তিনটি গুরুত্বপুর্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে যৌথভাবে চিঠি দিলেন বাম পরিষদীয় দল ও কংগ্রেস পরিষদীয় দল।

চিঠির মূল বিষয় তিনটি হল, ১) বেহাল চিকিৎসা ব্যবস্থা কে অতিক্রম করে, স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা ইত্যাদি বিষয়।

২)BPL ও APL নির্বিশেষে প্রত্যেক পরিবারকে ১ মাসের খাদ্যদ্রব্য সরবরাহ করা।

৩) ত্রাণ বিলির নামে শাসক দলের নিম্নমানের দলবাজি বন্ধ রেখে , অসহায় মানুষের কাছে প্রয়োজনীয় খাদ্য, ওষুধ ইত্যাদি পৌঁছে দেওয়া।


শেয়ার করুন

উত্তর দিন