Site icon CPI(M)

In order to prevent corona, the science consensually releases information: Surjya Kanta Mishra

ধমক কিংবা চমক দিয়ে করোনা সংক্রমণ রোখা যায় না, তাই জেদের বশে করোনায় মৃত্যু সংক্রান্ত তথ্য চেপে না রাখার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি করলেন সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক সূর্য মিশ্র। কেন্দ্র ও রাজ্য সরকারের তথ্যের মধ্যে ফারাক উল্লেখ করে বৃহস্পতিবার তিনি ট্যুইটারে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, কোনটা সত্য? কেন্দ্র থেকে প্রকাশিত তথ্য যা সারা দেশ বিদেশের মানুষ সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেখতে ও শুনতে পাচ্ছেন সেটা অসত্য? নাকি একজনের জেদই সত্য? বৈজ্ঞানিক যুক্তি প্রমাণ ছাড়া কেবল ধমক চমক দিয়ে করোনা সংক্রমণ আটকে রাখা যায়? ভেবে দেখুন। পুনর্বিবেচনা করতে অসুবিধা কোথায়?

এদিকে তথ্য চাপা দিতে গণশক্তি পত্রিকাকে প্রশাসনিক হুমকিরও প্রতিবাদ করেছেন সূর্যকান্ত মিশ্র। তিনি বলেছেন, “গণশক্তি কখনো হুমকির কাছে মাথা নত করেনি। জরুরি অবস্থায় করেনি, আদালতের রায়ের পরেও সরকারি বিজ্ঞাপন না পেয়ে করেনি, আজও করবে না। সত্য কথা বলা ও স্বাধীন মতপ্রকাশের অধিকার রক্ষার লড়াইতে আমরা গণশক্তির পাশে থাকব। যে কোনো সংবাদমাধ্যমের স্বাধীনতা আক্রান্ত হলে আমরা তার বিরুদ্ধে লড়ব।”

শেয়ার করুন