পার্টির পলিট ব্যুরো সদস্য সূর্য্যকান্ত মিশ্রের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাক প্রসঙ্গে

ওয়েবডেস্ক প্রতিবেদন

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্রের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে।

ইতিমধ্যেই আইনানুগ বন্দোবস্ত যা করা যায় সেইসব ব্যবস্থা নেওয়া হয়েছে, পার্টির পক্ষ থেকে কর্মী, সমর্থকদের কিছুটা ধৈর্য বজায় রাখতে জানানো হয়েছে।

এটুকুই শুধু খবর হলে চলে না। আমাদের মনে রাখতে হয় আরও কিছু জরুরী কথা।

ভার্চ্যুয়াল দুনিয়া যাদের ইশারায় চলে তারা লুঠেরা পুঁজির অছি- সহজ কথায় ট্রাস্টি। এহেন বন্দোবস্ত জনগণের তথ্যকে মর্যাদা দিয়ে সুরক্ষা দেবে এতটা আশা কমিউনিস্ট পার্টি করে না। প্রযুক্তিগত উৎকর্ষসাধন চমক তৈরি করে, তার সাথে আমরা এও জানি Despair and Genius are too often connected। সেই হতাশা কাদের? যারা বহু প্রচেষ্টা করেও জনগণের মাথার দখল নিজেদের মুঠোয় নিতে পারে না- তাদের। যারা শেষ অবধি হেরে যায়- তাদের। আর তাই প্রযুক্তি বললেই আহ্লাদে গলে পড়তে নেই, তারও শ্রেণীঅভিমুখ রয়েছে- এই সহজ কথাটুকু ভুললে চলে না। কানেকশনের পিছনে যে মাথা তাকে চিনতে হয়, চিনিয়ে দিতেও হয়।

তবু কমিউনিস্ট পার্টিকে সোশ্যাল মিডিয়ায় থাকতে হয়, হবে। ওরা ফাউল করবেই- কারণ ওরা জানে যে খেলা ওরা নিজেরাই শুরু করেছে তার শেষে হারবে ওরাই। আমরা জানি, হ্যাক হোক আর এমনসব প্রযুক্তিগত দুর্যোগ; এসবই আসলে এক সহজ সত্য! ওরা ভয় পেয়েছে রবসন!

আর তাই যতদিন দেশের জনগণের একটি উল্লেখযোগ্য অংশ এই মিডিয়াতে চোখ রাখবেন, প্রভাবিত হবেন- তাদের প্রভাবিত করতে পুঁজিবাদ নিত্যনতুন ফিকির বের করে মানুষের মাথার দখল নিতে চাইবে ততদিন আমরাও এই মিডিয়াকে ব্যবহার করেই মানুষকে সচেতন করতে, তাদের সংহত করতে এবং সবশেষে মানুষখেকো ব্যবস্থা বদলের লক্ষ্যে মানুষের সংগ্রামের কথা প্রচার করতে থাকব।

অহেতুক দুশ্চিন্তা করবেন না। জনগনের সাথে যোগাযোগ করতে ফেসবুক একটা মাধ্যম।

তার বেশি কিছু না, তার কমও কিছু না।

যারা ভাবছেন ফেসবুক আড়ালে থাকা কর্তাদের ইচ্ছায় এসব করছে, করে এবং করবে তারা মাথায় রাখুন ওদের ব্যবস্থাটাই অমন। আর সেটাই সাম্রাজ্যবাদ! আজকের দুনিয়ায় সাম্রাজ্যবাদ নেই বলে কেউ কেউ চিৎকার করেন, তারা বাঘ আসছে, বাঘ আসছে বলে মজা করতে চান নাকি সতর্ক করতে চান কিনা এর উত্তর তাদেরও জানা নেই! তারা শুধু ঐ চিৎকারের পয়সাটুকুই পান যে!

তাই ফেসবুক এবং মোটের উপরে সোশ্যাল মিডিয়া সম্পর্কে আজ এটুকুই। এই মিডিয়া নিয়ে বাড়তি আবেগ কিংবা অহেতুক ছুঁৎমার্গ কোনটাই আমাদের নেই। আসল কথা গুলিয়ে দিতে সোশ্যাল মিডিয়া যে মেকি জগতের স্বপ্ন ফেরী করে তার গোড়ায় আছে এক সহজ ও অমানবিক ছল ও চাতুরি। এক নির্লজ্জ তামাসা!

কেমন?

কিছুটা এরকমই!

'একজন সেনেটর রাস্তায় চলছেন।

চিন্তিত, বিশেষ সমস্যা সমাধানে গভীর মনোযোগের কারণে খেয়াল করেননি রাস্তাটা ফাঁকা।

আচমকা একজন পিস্তল চেপে ধরে বলল- পকেটে যা পয়সা আছে, এখুনি আমাকে দিয়ে দিন!

সেনেটর কিছুটা অপ্রস্তুত হয়েঃ এরকম করতে পারেন না, আমি একজন সেনেটর!

ছিনতাইকারী আরও উত্তেজিত হয়েঃ তাহলে এতদিন আইন করে আমার পয়সা যা যা নিয়েছেন ফেরত দিন!'

উপরের মস্করাটিও সোশ্যাল মিডিয়া থেকেই সংগৃহীত। প্রতিবেদন লেখার সময় আমরা শুধু বাংলায় তর্জমা করে নিয়েছি!

ওয়েবডেস্কের পক্ষেঃ সৌভিক ঘোষ


শেয়ার করুন

উত্তর দিন