Logo oF Communism

সিপিআই(এম) পলিট ব্যুরো'র বিবৃতি

তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২০

২৫শে সেপ্টেম্বর কৃষকদের লড়াইয়ের আহ্বানে প্রতি বামেদের সমর্থন

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী – লেনিনবাদী), রেভল্যুশনারি সোশ্যালিস্ট পার্টি এবং সারা ভারত ফরোয়ার্ড ব্লকের পক্ষ থেকে নিম্নলিখিত সমবেত প্রেস বিবৃতি জারী করা হয়েছেঃ

ভারতীয় সংসদকে ধ্বংসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

২৫ শে সেপ্টেম্বর কৃষি আইনের বিরুদ্ধে সারা ভারত জূড়ে কৃষকদের প্রতিরোধের আহ্বানে সমর্থন জানান।

ভারতের কৃষি ব্যাবস্থাকে দেশি - বিদেশী কর্পোরেটদের হাতে বন্ধকী হিসাবে তুলে দেবার জন্য যেভাবে ভারতের সংসদীয় নিয়ম কানুন’কে বিজেপি সরকারের পক্ষ থেকে ছুঁড়ে ফেলা হয়েছে তার বিরুদ্ধে সমস্ত বাম দলগুলি একযোগে তীব্র ধিক্কার জানাচ্ছে। সংসদীয় ব্যাবস্থাকে এই কায়দায় দুমড়ে মুচড়ে দেওয়া কার্যত ফ্যাসিবাদী পূর্বলক্ষণের ইঙ্গিতবাহী। যদি তারা মনে করে প্রতিবাদী এম পি-দের নির্বাসিত করা হলে প্রতিবাদ থেমে যাবে তাহলে ভুল হবে। ভারতের সংসদীয় ব্যাবস্থা, ভারতের সংবিধান এবং দেশের জনগনকে সুরক্ষিত রাখতে বাম দলগুলি নিজেদের অঙ্গীকারকে পুনর্বার তুলে ধরছে। বামেরা আমাদের সংসদীয় সাধারণতন্ত্রের উপরে এই আক্রমণের বিরুদ্ধে সারা দেশের জনগণকে প্রতিরোধের লড়াইতে যুক্ত হবার আহ্বান রাখছে।

কৃষি আইনগুলি আমাদের দেশের কৃষিব্যাবস্থা এবং কৃষকদের ধ্বংস করে দেবে। সম্পূর্ণ কৃষিক্ষেত্রকে যেভাবে আইন করে কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে তাতে কৃষকদের জন্য ন্যুনতম সহায়ক মূল্য ব্যাবস্থা অকেজো হয়ে পড়বে, খাদ্যে গণবন্টন ব্যাবস্থা সম্পুর্ন বন্ধ হবে, কৃষিক্ষেত্রে বেলাগাম মুনাফাখোরেদের রাজত্ব কায়েম হবে এবং খাদ্যভান্ডারের উপরে বড় বড় কোম্পানির একচেটিয়া ক্ষমতা কায়েম হবে যার ফলে খাদ্যের যোগানে কৃত্রিম ঘাটতি তৈরি করে বাজারে দাম বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। এই আইন সমূহের ফলাফলে ভারতের খাদ্য সুরক্ষা গুরুতর সংকটে পড়বে।

সারা ভারত কিষাণ সংঘর্ষ কো অর্ডিনেশন কমিটির ডাকে গোটা দেশে ২৫ সেপ্টেম্বর কৃষিবিলগুলীকে সম্পূর্ণরূপে বাতিল করার দাবীতে যে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করা হয়েছে তাতে সমস্ত বাম দলগুলির পক্ষ থেকে সারা দেশে নিজেদের প্রত্যেক ইউনিটকে যুক্ত হতে আহ্বান জানানো হচ্ছে।

সমস্ত বাম দলের পক্ষ থেকে নিজেদের জেলা ইউনিটগুলিকে এই উদ্দেশ্যে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করার জন্য জানানো হচ্ছে এবং কৃষিআইনসমূহ বাতিল করার দাবীতে অন্যান্য রাজনৈতিক দলগুলিকেও অনুরোধ করা হচ্ছে।

সীতারাম ইয়েচুরি, সাধারণ সম্পাদক, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)

ডি রাজা, সাধারণ সম্পাদক, ভারতের কমিউনিস্ট পার্টি

দীপঙ্কর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী - লেনিনবাদী)

দেবব্রত বিশ্বাস, সাধারণ সম্পাদক, সারা ভারত ফরোয়ার্ড ব্লক

মনোজ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক, রেভল্যুশনারি সোশ্যালিস্ট পার্টি
শেয়ার করুন

উত্তর দিন