PB Statement

মহামারীর প্রকোপে মৃতদের পরিবারগুলিকে দুর্যোগ মোকাবিলা আইন অনুযায়ীই আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে - পলিট ব্যুরোর দাবী

কোভিডে মৃতদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দিতে হবে

তারিখঃ সোমবার, ২১শে জুন - ২০২১

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) – এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ

কোভিডে মৃতদের পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার প্রসঙ্গে

কোভিড মহামারী পরিস্থিতিতে সংক্রমণে মৃতদের পরিবারগুলিকে ক্ষতিপূরণ না দেওয়ার প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা জানাচ্ছে সিপিআই(এম) – এর পলিট ব্যুরো। দুর্যোগ মোকাবিলা আইনকে এই মহামারী সময়কালে প্রয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। সংক্রমনে মৃতদের পরিবারবর্গের সংশ্লিষ্ট ক্ষতিপূরণ দুর্যোগ মোকাবিলা আইন অনুসারেই নির্ধারিত হওয়া উচিত, আইনে সেই সুযোগও রয়েছে।

ক্ষতিপূরণ না দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিস্ময়কর যুক্তি হল এহেন অনুগৃহীত ( ex – gratia ) আর্থিক ক্ষতিপূরণ সরকারের বোঝা বাড়িয়ে দেবে। দুর্যোগের মোকাবিলায় যথাযথ পূর্বপরিকল্পনা অনুযায়ী সরকারী বন্দোবস্ত এবং কোষাগারীয় ঘাটতি নিয়ন্ত্রনে উপযুক্ত ব্যবস্থা করা উচিত ছিল সরকারের। বর্তমানে কোষাগারীয় ঘাটতি নিয়ে সরকারের তরফে কাঁদুনি গাইবার কোনও মানেই হয় না।

কোটি কোটি মানুষ গত এক বছরে তাদের জীবিকা হারিয়েছেন এবং বেঁচে থাকতে কঠিন লড়াই করছেন। এরই মাঝে কোভিড সংক্রমণ থেকে বাঁচতে অপর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা এবং জীবনদায়ী যন্ত্রপাতির গুরুতর অভাবে তাদের ভয়ংকর দুর্ভোগের শিকার হতে হয়েছে। দেশের কোটি কোটি মানুষের রুটিরুজি চলে যে অসংগঠিত ক্ষেত্রে কাজ করে সেই ক্ষেত্রই আজ ধ্বংস হতে বসেছে। নোট বাতিল এবং জিএসটি লাগু হবার পর থেকে যে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয় কোভিড মহামারী সেই ধ্বংসই ত্বরান্বিত করছে।  

এই অবস্থায় কোভিড সংক্রমনে মৃতদের পরিবারবর্গকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া এক আবশ্যিক মানবিক কর্তব্য।

কোভিড মহামারীর প্রকোপে মৃতদের পরিবারগুলিকে দুর্যোগ মোকাবিলা আইন অনুযায়ীই আর্থিক ক্ষতিপূরণ দেবার দাবী জানাচ্ছে সিপিআই(এম)-এর পলিট ব্যুরো।


শেয়ার করুন

উত্তর দিন