জনস্বাস্থ্য পরিষেবায় সংকটঃ কিছু জরুরী পদক্ষেপ
তারিখঃ সোমবার – ১৯শে এপ্রিল - ২০২১
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ
মহামারীর প্রকোপে দেশজূড়ে যেরকম ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষিতে সিপিআই(এম)-এর পলিট ব্যুরো গভীর উদ্বেগ প্রকাশ করছে।
স্বাস্থ্য পরিষেবার এই সংকটে কেন্দ্রীয় সরকারের কিছু অবশ্যপালনীয় কর্তব্য থাকে, সেগুলির মধ্যে ন্যুনতমগুলি হলঃ
অবিলম্বে প্রতিষেধক নির্মাণকারী সকল রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলিতে জরুরী ভিত্তিতে প্রতিষেধক প্রস্তুতির বন্দোবস্ত করতে হবে। জানা গেছে, তামিলনাড়ুতে ৬০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ইন্টিগ্রেটেড ভ্যাকসিন কমপ্লেক্স এখনও অবধি অব্যবহৃত রয়ে গেছে। প্রতিষেধকের চাহিদা এবং যোগানের ফারাক দূর করতে এখনই এমন সমস্ত সংস্থাগুলিকে উৎপাদনের সর্বোচ্চ ক্ষমতায় সক্রিয় করে তুলতে হবে।
প্রতিষেধক প্রস্তুতির কাজে অবিলম্বে কেন্দ্রীয় বাজেটে ঘোষিত ৩৫০০০ কোটি টাকা ব্যয় করা শুরু করতে হবে।
জনমানসে কোভিড-১৯ সংক্রমণ এবং সংশ্লিষ্ট চিকিৎসায় প্রয়োজনীয় ঔষধসমূহ এবং প্রতিষেধকের উৎপাদন ও বণ্টন সংক্রান্ত যাবতীয় সংশয় দূর করতে কেন্দ্রীয় সরকারকে নিজের কাজে স্বচ্ছতা বজায় রাখতে হবে।
প্রয়োজনীয় যাবতীয় ঔষধের ক্ষেত্রে বেআইনি মজুত (হোর্ডিং) এবং কালোবাজারির সমস্ত ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে।
প্রতিষেধক নির্মাণের কাজে প্রয়োজনীয় সামগ্রীসমূহ রপ্তানিতে পূর্বনির্ধারিত ইতিবাচক অবস্থান বজায় রাখতে কেন্দ্রীয় সরকারের তরফে আমেরিকার প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে হবে।
পলিট ব্যুরো সকলের কাছে আহ্বান রাখছে যাতে দেশজূড়ে জনস্বাস্থ্যে উদ্ভুত সংকট নিবারনে প্রত্যেকেই নিজেদের প্রয়োজনীয় কর্তব্য পালনে মনোনিবেশ করেন। সুপার স্প্রেডার হিসাবে কার্যকরী হয় এমন সমস্ত গণ জমায়েতের আয়োজনে নিষেধাজ্ঞা জারী করতে হবে।
এই পরিস্থিতিতে রাজ্য সরকারগুলির কাঁধে সমস্ত দায় চাপিয়ে দেওয়া, কিংবা জনসাধারনকে দোষারোপ করা এবং যাবতীয় সংকীর্ণমনা রাজনীতির চর্চা থেকে কেন্দ্রীয় সরকারের বিরত থাকা উচিত।
এই উদ্ভুত সংকট যা আগামিদিনে ভয়ানক পরিস্থিতির জন্ম দিতে সক্ষম তাকে রোধ করতে গোটা দেশকেই একজোট হয়ে লড়াই করতে হবে।