ইউআইডিএআই দপ্তর থেকে নোটিশ জারি ১২৭ জনের বিরুদ্ধে

সিএএ, এনপিআর, এনআরসি নিয়ে দেশ জোড়া আতঙ্কের মধ্যেই ইউআইডিএআই দপ্তর থেকে হায়দ্রাবাদের ১২৭ জন বাসিন্দাকে নোটিশ পাঠানো হল তাদের নাগরিকত্বের প্রমাণ দেখানোর জন্য। ৪০বছর বয়সী দরিদ্র অটো রিক্সাচালক মহম্মদ সাত্তার খানের কাছে পাঠানো নোটিশটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরেই সকলে নড়েচড়ে বসে।

ইউআইডিএআই এর বক্তব্য অনুযায়ী তেলেঙ্গানা পুলিশ তাদের জানায় যে ঐ ১২৭ জন মানুষের কাছে আধার কার্ড থাকলেও তারা নাকি বৈধ নাগরিক নন। পুলিশের এই অভিযোগের ভিত্তিতেই নাকি তাদের দপ্তর থেকে ১২৭ জন মানুষকে তাদের নাগরিকত্বের প্রমাণ সমেত দপ্তরে হাজির হতে বলা হয়েছে আর সেইরকম কোন নথি তাদের না থাকলে তাদের প্রমাণ করতে হবে যে তারা বৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন অন্যথায় তাদের আধার কার্ড বাতিল হবে। ২০ ফেব্রুয়ারি থেকে মে মাসের প্রথমদিক পর্যন্ত সময়সীমার মধ্যে সশরীরে এসে প্রমাণ দিতে হবে এইসব কিছুর।

গোটা দেশ জুড়ে সিএএ, এনপিআর, এনআরসি নিয়ে মানুষের যে ব্যাপক প্রতিবাদ ও প্রতিরোধের মেজাজ দেখা যাচ্ছে তার মধ্যে এই ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে দেশ জুড়ে।
শেয়ার করুন

উত্তর দিন