Logo oF Communism

জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি সংহতি জানিয়ে বাম দলগুলির যৌথ বিবৃতি

তারিখঃ সোমবার - ৩ অগাস্ট, ২০২০

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী), সারা ভারত ফরওয়ার্ড ব্লক এবং বিপ্লবী সমাজতন্ত্রী পার্টি একযোগে নিম্নলিখিত বিবৃতি দিয়েছেঃ

জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি সংহতি

২০২০ সালের ৫ অগাস্ট ভারতের সংবিধানের ৩৭০ নং ধারা রদ হওয়ার এক বছর পূর্তি হল যার দ্বারা জম্মু ও কাশ্মীরকে রাজ্য হিসাবে নাকচ করা হয়েছে এবং সেখানকার মানুষদের অবরুদ্ধ করে রাখা হয়েছে।

গত বছর মোদী সরকারের তরফে এই ধারা রদ করার ফলাফল ভারত এবং জম্মু ও কাশ্মীরের জনগণের জন্য উপকারী হবার প্রসঙ্গে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে অনেকগুলি বড় দাবী করা হয়েছিল। ইতিমধ্যেই অনেকে মোদী জমানার স্বৈরাচার সম্পর্কে সতর্কতার প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় সরকার যে মনোভাব নিয়েছে তা অদূর ভবিষ্যতে সারা ভারতের জন্য প্রযোজ্য হবার সমূহ সম্ভাবনা হিসাবে তুলে ধরেন। এক বছর পরের জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির বাস্তবতা স্পষ্ট করেছে কিভাবে সেখানকার জনগণের প্রতি মোদী সরকার প্রবঞ্চনা করে তাদের অবরুদ্ধ রাখা হয়েছে, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।

দেশের সংবিধানের ৩৭০ নং ধারা এবং ৩৫(ক) ধারা রদ করার বিরুদ্ধে আদালতে যে আবেদন করা হয়েছে তা এখনও দেশের সুপ্রিম কোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে।

সবকটি বাম দল একযোগে দাবী জানাচ্ছে ২০১৯ সাল থেকে এখনও অবধি যাদের গ্রেফতার করা হয়েছে তাদের প্রত্যেককে মুক্তি দিতে হবে, যোগাযোগ ব্যাবস্থাকে সম্পূর্ণ রুপে পুনঃস্থাপিত করতে হবে এবং জনগণকে নিজের দেশে ঘোরাফেরা করার সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে। অতিমারির পরিস্থিতিকে যথাযথভাবে মোকাবিলায়, ব্যাক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে সাংবিধানিক নীতি পালন করতে সরকারের দায়বদ্ধতার নিশ্চয়তা হিসাবে এবং সঠিক অর্থে অবরুদ্ধ জনগণের পাশে দাঁড়াতে এবং রিলিফ পৌঁছে দিতে এই পদক্ষেপ নেওয়া একান্তই প্রয়োজন।

সাক্ষর

সীতারাম ইয়েচুরি

সাধারণ সম্পাদক

সিপিআই(এম)

ডি রাজা

সাধারন সম্পাদক

সি পি আই

দেবব্রত বিশ্বাস

সাধারন সম্পাদক

এ আই এফ বি

দীপঙ্কর ভট্টাচার্য

সাধারণ সম্পাদক

সিপিআই(এম-এল লিবারেশন)

মনোজ ভট্টাচার্য

আর এস পি


শেয়ার করুন

উত্তর দিন