Brigade Banner

একনজরে আজকের ব্রিগেড সমাবেশ

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ - কলকাতা

ওয়েবডেস্ক প্রতিবেদন

আজকের ব্রিগেড সমাবেশ দেশ এবং পশ্চিমবঙ্গে সংগ্রামের ইতিহাসে এক নতুন নজীর সৃষ্টি করেছে।

মেহনতি জনগন কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, নিজেদের ক্ষমতায় বহু বাধা পেরিয়ে আজকের ব্রিগেড সমাবেশে যোগ দিয়েছেন।

এক নজরে দেখে নেওয়া যাক ব্রিগেড সমাবেশে নেতৃত্বের কিছু বার্তা যা আগামি দিনের লড়াইতে মানুষকে এগোতে ভরসা দেবে... সাহস যোগাবে...

আজকের ব্রিগেড সমাবেশ (২৮ ফেব্রুয়ারি, ২০২১)
BIMANBOSE-1

"আজকের ব্রিগেড অতীতের সব রেকর্ড ভেঙ্গে নতুন ইতিহাস লিখেছে, সমাবেশে আগত সকলকে অভিনন্দন"

ব্রিগেড সমাবেশে সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি

"আজকের সমাবেশ জনপ্রবাহের চেহারা নিয়েছে, মানুষ জনহিতকারী সরকার গঠন করতে বদ্ধপরিকর"

ব্রিগেড সমাবেশে সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র

"আমরা মানুষের কাছে যাব আমাদের বিকল্প নিয়ে, আমরা যা করতে চাই সেই বার্তাই মানুষের কাছে তুলে ধরতে হবে... মানুষের দাবী নিয়ে লড়াই জারী থাকবে"

ব্রিগেড সমাবেশে সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম

"আমরা লড়েছি কাকদ্বীপে, লড়েছি তেলেঙ্গানায়...আমাদেরই নাম লেখা আছে ব্রিটিশের জেলখানায়... দুর্নীতিবাজদের নকআউট করার সময় এসে গেছে..."

ব্রিগেড সমাবেশে সিপিআই(এম) নেত্রী দেবলিনা হেম্ব্রম

" দেখবেন ইঁদুর পাকা ধান গর্তে টেনে নিয়ে জমা করে... তৃনমূলের দুয়ারে সরকার সেরমই কাজ... রাজ্যের মানুষ আর ভুল বুঝবেন না..আমরা একসাথে লড়াই করব"

ইনকিলাব জিন্দাবাদ


শেয়ার করুন

উত্তর দিন