১৩জুলাই,সোমবার,২০২০
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি দিয়েছে।
সিপিআই (এম) এর পলিট ব্যুরো জেল বন্দী বেশ কয়েকজন রাজনৈতিক ও মানবাধিকার কর্মীর স্বাস্থ্যের অবনতি ঘটার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে।তাদের মধ্যে কিছুজন জেলে কোভিড -১৯ সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে।বন্দীদের উপচে পড়া ভিড়ে জেলগুলিতে শোচনীয় পরিস্থিতি, এমনকি মৌলিক সুযোগ-সুবিধারও অভাব রয়েছে যার কারণে বন্দীদের স্বাস্থ্যের অবস্থার অবনতি ঘটেছে।তাদের মধ্যে অনেকের কোমর্বিডিটি রয়েছে এবং দীর্ঘদিন ধরে তারা ওষুধের ওপরে নির্ভরশীল।
জানা গেছে যে অখিল গোগোই এর কোভিড -১৯ এর পরীক্ষা রিপোর্ট পজিটিভ এসেছে।ভারভারা রাও-র স্বাস্থ্যের অবস্থাও উদ্বেগজনক বলে জানা গেছে।কারাগারের বদ্ধ ও অস্বাস্থ্যকর অবস্থার পরিপ্রেক্ষিতে, সাজানো অভিযোগে জেলবন্দী গৌতম নভালখা, আনন্দ তেলতুম্বদে, সুধা ভরদ্বজ, শোমা সেন প্রমুখ বিশিষ্ট মানবাধিকার কর্মীদের সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে।অন্যান্য রাজনৈতিক বন্দীদের মধ্যে অধ্যাপক সাইবাবার অবস্থা আরও খারাপ।৯০ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা ও ১৯টি স্বাস্থ্য সংক্রান্ত জটিলতায় আক্রান্ত এই অধ্যাপকের জীবনহানির আশঙ্কাও রয়েছে। এমনকি রাষ্ট্র সংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদকরা গত বছর তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে তার মুক্তি দাবি করেছিলেন।
সিপিআই (এম) এর পলিট ব্যুরো তাই সকল রাজনৈতিক বন্দীদের অবিলম্বে জামিনে মুক্তি দেওয়ার এবং তাদের পর্যাপ্ত চিকিৎসা পরিসেবা দেওয়ার দাবি করেছে।