ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে গিয়ে খুন হলেন কমরেড জগদীশ চন্দ্র বসু।

১২ এপ্রিল ২০২০
লকডাউনের জেরে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হতে হলো কমরেড জগদীশ চন্দ্র বসু কে।
কমরেড জগদীশ চন্দ্র বসু ছিলেন বিহার রাজ্যের CPI(M) পার্টির খগড়িয়া জেলার সম্পাদক মন্ডলীর সদস্য ও সারা ভারত কৃষক সভার জেলার সম্পাদক ও মেঘওনা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান।
গতকাল ,কোভিড ১৯ এর মহামারীর জন্য লোক ডাউনে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে তিনি মেঘওনা গ্রামে গিয়েছিলেন। সেখানেই মোটরসাইকেল করে দুষ্কৃতীরা এসে তাকে গুলি করে।
তিনি ওই অঞ্চলে শ্রমিক কৃষক ও গরিব মানুষের কাছে জনপ্রিয় নেতা ছিলেন। সামন্ত প্রভু জোতদার ,জমিদার ও দমাজ বিরোধিতা দের বিরুদ্ধে তিনি ধারাবাহিক ভাবে লড়াই করে গেছেন।
তার মৃত্যুর খবরে সারা গ্রামের মানুষ জন বিহ্বল হয়ে পরেন , সারা ভারত কৃষক সভার সাথে তারাও প্রতিবাদে মুখর হয়ে দোষীদের শাস্তির দাবি করেছে।
ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি তার পরিবার ও তার সহযোগী যোদ্ধাদের প্রতি সমবেদনা জানিয়েছেন,ও দোষীদের শাস্তির দাবি করেছে।তার মৃত্যুতে সংগঠনের অপূরণীয় ক্ষতি হলো।
কমরেড জগদীশ চন্দ্র বসু লাল সেলাম।
কমরেড জগদীশ চন্দ্র বসু অমর রহে।

শেয়ার করুন

উত্তর দিন