প্ল্যাটফর্ম টিকিট এক ধাক্কায় পাঁচ গুণ দামী

ট্রেনের প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে এক লাফে করা হল ৫০ টাকা ! অজুহাত: করোনা।
ওয়েস্টার্ন ও সেন্ট্রাল রেলওয়েজ আপাতত ২৫০ টা স্টেশনে এই বর্ধিত ভাড়া চালু করবে।

রেল মন্ত্রকের এক বরিষ্ঠ আধিকারিক মঙ্গলবার দিল্লিতে জানিয়েছেন যে রেলের জোনগুলির পক্ষ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার ফলে নাকি স্টেশন সহ প্ল্যাটফর্মে অবাঞ্ছিত ভিড় এড়ানো যাবে। ওয়েস্টার্ন রেলের ৬টি ডিভিশন অর্থাৎ মুম্বাই, ভদোদরা,আহমেদাবাদ,রতলাম,রাজকোট ও ভাবনগর সবকটিতেই ও সেন্ট্রাল জোনের কিছু স্টেশনে এই বর্ধিত দাম নেওয়া হবে।

'করোনা' সংক্রমণের মাঝেই উঠে এসেছে রেলের অস্বাস্থ্যকর পরিস্থিতির ছবিও । রেল কর্তৃপক্ষের তরফে সমস্ত জোনগুলোকে বলা হয়েছে বাতানুকুল কামরায় সংক্রমণ ঠেকাতে সমস্ত পর্দা, কম্বল,চাদর সরিয়ে ফেলতে ও যাত্রীদেরকে বলা হয়েছে নিজদের শীত পোষাক সাথে নিয়ে ট্রেন সফর করতে। একদিকে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো, শতাধিক ট্রেনকে বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে অথচ ন্যূনতম পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে এই ব্যর্থতা । সার্বিক ভাবে গণপরিবহন সম্পর্কে কেন্দ্রের সরকারের দায়সারা মনোভাব ক্রমশই আরো প্রকট হয়ে উঠছে।


শেয়ার করুন

উত্তর দিন