লাগাতার পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদের সারা রাজ্যে বিক্ষোভ কর্মসূচি পালিত হল সিপিআই(এম) সহ বাম ও ধর্মনিরপেক্ষ শক্তির আহ্বানে।

২৯ জুন ২০২০ , সোমবার
ওয়েবডেস্কের প্রতিবেদন:
লাগাতার ২০দিন ধরে মানুষের অর্থ লুঠ করে চলেছে মোদি সরকার।

বামপন্থীদলসমূহ ও জাতীয় কংগ্রেস যৌথভাবে আজ কলকাতার রেড রোডের ধারে পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে পেট্রোল -ডিজেলের একটানা মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করলো। এই একই কর্মসূচি সারা রাজ্যের প্রতিটি জেলায় বামপন্থী দল সমূহ ও জাতীয় কংগ্রেস যৌথ ভাবে পালন করলো।

পৃথিবী জুড়ে মহামারী, খাদ্য সংকটে রয়েছে দেশের মানুষ,কত মানুষ কাজ হারাচ্ছেন, সেই অবস্থার তোয়াক্কা না করে,অর্থনৈতিক সংকটের উপর থাবা বসাচ্ছে টানা ২০ দিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়ে চলা ,কেন্দ্র সরকার। আর আমাদের রাজ্যের সরকার নিশ্চুপ, জ্বালানি তেল থেকে অতিরিক্ত রাজস্ব আদায়ের ধান্দায় তারা দিনগুনছে। এরই প্রতিবাদের কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে সোচ্চার হল সারা রাজ্যের মানুষ।

বিশ্ব বাজারে তেলের দাম এখন অস্বাভাবিক কম। তা সত্ত্বেও গত ২০ দিনে পেট্রোলের দাম বাড়ানো হয়েছে ৯.৭৬ টাকা এবং ডিজেলের দাম বাড়ানো হয়েছে ৯.৭৫ টাকা।

২০১৪ সালে কেন্দ্রীয় করের পরিমাণ পেট্রোল ও ডিজেলের উপর ধার্য ছিল ৯.৪০ টাকা ও ৩.৫৬ টাকা। বিগত ৬ বছরে বিজেপির রাম রাজত্বে সরকারি করের পরিমাণ বেড়ে ২০২০ সালে হয়েছে, পেট্রোল ৩২.৯৮ টাকা এবং ডিজেল ৩১.৮৩ টাকা।

এই অবাধ লুঠের প্রতিবাদে গত ২৪ জুন সভা করে রাজ্যের বামফ্রন্ট জাতীয় কংগ্রেস ও অন্যান্য সহযোগী দলগুলোর পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচী আহ্বান করা হয়। সেই মত আজ ২৯শে জুন জনবহুল স্থানে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয় জেলায় জেলায় ব্লকে ব্লকে।

জেলা গুলির বিক্ষোভ কর্মসূচির রিপোর্টা সংক্ষিপ্ত আকারে নীচে দেওয়া হল...
কোচবিহার:
পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কোচবিহার শহরে বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ মিছিল হয় ও জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশন শেষে বক্তব্য রাখেন সিপিআই(এম) জেলা সম্পাদক অনন্ত রায়। এবং একইভাবে মেখলীগঞ্জে মিছিল ও অবস্থান বিক্ষোভ করা হয় বাম -কংগ্রেসের উদ্যোগে।
জলপাইগুড়ি :
ময়নাগুড়িতে , দিশারী মোড় থেকে বাইক হাঁটিয়ে কদমতলা মোড় পর্যন্ত মিছিল তারপর অবস্থান বিক্ষোভ। জেলার সমস্ত ব্লকে এই কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে সিপিআই(এম) পক্ষ থেকে বক্তব্য রাখেন সলিল আচার্য, বিপুল সান্যাল, প্রদীপ গোস্বামী প্রমুখ।
দার্জিলিং :
শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক সম্মেলনে হয় করেন সিপিআই(এম) জেলা কমিটির সম্পাদক জীবেশ সরকার । তিনি জানান তৃণমূল কংগ্রেস ও বিজেপির দেউলিয়া রাজনীতির প্রসঙ্গে অবহিত করে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেন। বাগডোগরা- গোঁসাইপুর এরিয়া কমিটির ডাকে প্রতিবাদ মিছিল হয় রানিডাঙ্গায়। পার্টির মহিলা করেডদের উদ্যোগে শিলিগুড়ি পৌরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ হয়।

উত্তর দিনাজপুর:
হেমতাবাদ ব্লকের ২নং বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়া হয়। সেখানে পরিযায়ী শ্রমিক ও সাধারণ মানুষদের নূন্যতম দাবি দাওয়া গুলি তোলা হয়। ইসলামপুর, রায়গঞ্জে প্রতিবাদ কর্মসূচি হয়।
দক্ষিণ দিনাজপুর:
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুশমন্ডি , কুমারগঞ্জ ,তপন চৌরঙ্গী মোড়ে এ পথ অবরোধ কর্মসূচি হয়। হিলি ও পতিরামে, হরিরামপুরে মিছিল সংগঠিত হয়।
মালদা: মালদা শহরে বাম - কংগ্রেসের যৌথ মিছিল হয়।
মুর্শিদাবাদ : পেট্রোল,ডিজেলের মূল্যবৃদ্ধি'র প্রতিবাদে বহরমপুর রানিবাগান মোড়ে বিক্ষোভ ,কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতে অবস্থান ,নবগ্রামে রাস্তা অবরোধ হয়।
নদীয়া:
পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কৃষ্ণনগর, রানাঘাট ,চাকদহ সহ জেলার বিভিন্ন প্রান্তে মিছিল হয় ।
উত্তর ২৪ পরগণা :
বাম - কংগ্রেসের যৌথভাবে বসিরহাটে চৌমাথায় ,বিধাননগরে , কাঁচড়াপাড়া , ব্যারাকপুর ,নকপুল, বরানগর, ইছাপুর, শ্যামনগর, দমদম ১ নং ,বারাসাত, নাগের বাজার, লেকটাউন , গোবরডাঙ্গায় , দমদম সহ বিভিন্ন প্রান্তে পেট্রোল ,ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
দক্ষিণ ২৪ পরগণা:
সোনারপুর দক্ষিণ,সোনারপুর পশ্চিম, বারুইপুর পশ্চিম বারুইপুর থানা ও পুরাতন বাজারে , বিষ্ণুপুর ১ ও ২ এরিয়া কমিটির উদ্যোগে আমতলা ও বাখরাহাটে যৌথ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয় যাদবপুর পাল বাজার, বাটা- মহেশতলা এরিয়া কমিটির মল্লিক বাজারে ,বজবজে পকপরি মোড়ে , ডায়মন্ডহারবার ১ এরিয়া কমিটি, উস্থি, মথুরাপুর ২ এরিয়া কমিটির রায়দীঘিতে মিছিল ও নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়। উল্লেখিত অঞ্চল ছাড়াও, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধারাবাহিক ভাবে বামপন্থী মহিলা, যুবর উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কলকাতা:
মানিকতলা ১ ও ২ এরিয়া কমিটির উদ্যোগে প্রতিবাদ, কসবা ২, মেটিয়াবুব্রুজ এরিয়া কমিটি, পোর্ট ১ এরিয়া, রাসবিহারী ১, চৌরঙ্গী ১, জোড়াসাঁকো ২ , বালিগঞ্জ ২ ,টালিগঞ্জ ১, তারাতলা স্টেট গ্যারাজ মোড় , কলকাতা বন্দর ২এরিয়া কমিটি ,বেহালা পূর্ব ২ ও পশ্চিম ২ এরিয়া কমিটির উদ্যোগে পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন হয়।
হাওড়া :
হাওড়া স্টেশন এলাকায় পেট্রোল ,ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস সহ বামপন্থী দলগুলির বিক্ষোভ সভা হয়।
হুগলী:
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জাঙ্গিপাড়া সহ জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। হুগলীর চন্ডিতলায় পঞ্চায়েতে ডেপুটেশন ও বাজারে মিছিল ও সভা সংগঠিত হয়।
পূর্ব মেদিনীপুর:
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের মানিকতলা থেকে হসপিটাল মোড় পর্যন্ত বামফ্রন্ট ও সহযোগী দলসমূহ ও জাতীয় কংগ্রেসের যৌথ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
পশ্চিম মেদিনীপুর:
পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি র প্রতিবাদে মেদিনীপুর শহরের গান্ধিমূর্তির পাদদেশে বামফ্রন্ট ও কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এবং বাম-কংগ্রেসের উদ্যোগে রাষ্ট্রপতির উদ্দেশ্যে জেলা শাসকের মাধ্যমে স্মারক লিপি প্রদান করা হয়।
পুরুলিয়া: বাম ও সহযোগী দল গুলির আহ্বানে পেট্রোল ও ডিজেলের ব্যাপক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্টান্ড , সিপিআই(এম) কাশিপুর উত্তর এরিয়া কমিটির আদ্রায় বিক্ষোভ অবস্থান হয়।
বাঁকুড়া:
পেট্রোল , ডিজেলের মূল্যবৃদ্ধি র প্রতিবাদে, বাঁকুড়ার মাচানতলা, সিমলাপাল, কোতলপুর , বাঁকুড়া শহরে সভা, মিছিল সংগঠিত করা হয়।
পূর্ব বর্ধমান:
পেট্রো পণ্যের প্রতিবাদে বামপন্থী ও সহযোগী দলসমূহ ও কংগ্রেসের যৌথ বিক্ষোভ সভা হয় বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে , কেতুগ্রাম ২ এলাকায় ,কাটোয়া ,কেতুগ্রাম ১এরিয়া কমিটির কান্দারা, পালিটা ,রায়না প্রভৃতি স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পশ্চিম বর্ধমান : আসানসোল, দুর্গাপুর পশ্চিম ১নং এরিয়া কমিটির ২০ ও ২১ নং ওয়ার্ড সহ বিভিন্ন জায়গায় পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রতিবাদের বিক্ষোভ হয় বাম-কংগ্রেস যৌথভাবে।
ঝাড়গ্রাম:
পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম-কংগ্রেস যৌথ ভাবে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
বীরভূম: পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিউড়ি, ইলাম বাজার,রাজনগর চৌরাস্তা, সাইথিয়া, পাইকরে ,মুরারি, মহম্মদ বাজার, চিনপাই , মাসরা প্রভৃতি স্থানে বিক্ষোভ কর্মসূচি ও নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়।



শেয়ার করুন

উত্তর দিন