২৬ শে মে'র কিষান প্রতিবাদ দিবসে বিরোধী দলগুলি সমর্থন জানালো
তারিখঃ রবিবার - ২৩ মে, ২০২১
১২টি প্রধান বিরোধী দলের যৌথ বিবৃতি
অত্যন্ত সাহসিকতার সাথে দীর্ঘ ছয় মাস যাবৎ কৃষকেরা সংযুক্ত কিষান মোর্চা গঠন করে যেভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে এসেছেন তার প্রতি সংহতি জানিয়ে আন্দোলনের ছয় মাস পূর্তি দিবসে আগামী ২৬শে মে আমরা সারা দেশে প্রতিবাদ আন্দোলনের আহ্বান জানাচ্ছি।
গত ১২ মে, ২০২১ প্রধানমন্ত্রিকে আমরা একটি যৌথ বিবৃতিতে জানিয়েছিঃ
"মহামারীর প্রকোপ হতে সুরক্ষিত থেকে আমাদের দেশের অন্নদাতারা যাতে পুনরায় সারা দেশ এবং দেশের জনগণের স্বার্থে খাদ্যশস্য উৎপাদনের কাজে ফিরতে পারেন সেই উদ্দেশ্যে নয়া কৃষি আইনসমূহ বাতিল করা হোক"।
স্বামিনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী সি-২ + ৫০ শতাংশের হিসাবকেই ন্যুনতম সহায়ক মূল্য নির্ধারণে আইনি স্বীকৃতি সহ অবিলম্বে নয়া কৃষি আইন বাতিল করার দাবী জানানো হয়েছে।
নিজেদের একগুঁয়েমি পরিত্যাগ করে কেন্দ্রীয় সরকারের উচিত এখনই উপরোক্ত কর্তব্যের সমাধা করতে সংযুক্ত কিষান মোর্চার সাথে আলোচনায় বসা।
সাক্ষর
সোনিয়া গান্ধী (আই এন সি)
এইচ ডি দেবে গোওড়া (জে ডি এস)
শরদ পাওয়ার (এন সি পি)
মমতা বন্দ্যোপাধ্যায় (টি এম সি)
উদ্ধভ থ্যাকারে ( এস এস )
এম কে স্তালিন ( ডি এম কে)
হেমন্ত সোরেন (জে এম এম)
ফারুক আব্দুল্লাহ ( জে কে পি এ)
অখিলেশ যাদব (এস পি)
তেজস্বী যাদব (আর জে ডি)
ডি রাজা (সি পি আই)
সীতারাম ইয়েচুরি (সি পি আই - এম)