PB Statement

বিধানসভার নির্বাচন প্রসঙ্গে পলিট ব্যুরোর বিবৃতি

তারিখঃ বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ  

উত্তরপ্রদেশে দ্বিতীয়বারের জন্য নির্বাচনী জয় পেয়েছে বিজেপি। সাম্প্রদায়িক মেরুকরণ তীব্রতর করে, গণমাধ্যমগুলির উপরে দলীয় নিয়ন্ত্রণ কায়েম করে এবং ব্যাপক অর্থের ব্যবহার করেই বিজেপি নিজেদের ক্ষমতা ফিরেছে, যদিও আগের তুলনায় তাদের শক্তি কমেছে। জনজীবনে ব্যাপক আর্থিক অনটন সত্ত্বেও বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণের ন্যায় রিলিফের কর্মসূচি জনমানসে প্রভাব বিস্তার করেছে।  

উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরেও বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি।

পাঞ্জাবে আম আদমি পার্টি বিরাট জয় পেয়েছে। বহুদিন ধরে চলা কংগ্রেস নাহলে অকালি দলের দ্বীদলীয় শাসনব্যবস্থাকে খারিজ করে পাঞ্জাবের জনগণ নির্ধারক অবস্থান গ্রহন করেছেন। সামগ্রিকভাবে এই ফলাফলে স্পষ্ট হয়েছে যে দক্ষিণপন্থী রাজনৈতিক শক্তির আধিপত্যই বিরাজ করছে। কর্তৃত্ববাদী শাসনের অভিমুখে ক্রমবর্ধমান হিন্দুত্ব-কর্পোরেট শাসনের প্রতিরোধে আগামী দিনে বাম ও গণতান্ত্রিক শক্তিকে দ্বিগুন উৎসাহে ভর করে এগোতে হবে, নতুন রণকৌশলে বিবর্তিত হতে হবে।  


শেয়ার করুন

উত্তর দিন