Logo oF Communism

২২ মার্চ করোনা ভাইরাসের বিরুদ্ধে জনগণের সংহতি পালন করুন

২০ মার্চ,২০২০, শুক্রবার

২২ মার্চকে করোনাভাইরাস প্রতিরোধে জনগণের সংহতি দিবস হিসাবেপালন করুন

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পলিট ব্যুরো ২২ মার্চ দিনটিকে করোনাভাইরাসের প্রতিরোধে জনগণের সংহতি দিবস হিসাবে পালন করার জন্য সবার কাছে আবেদন জানাচ্ছে।

যদিও জনস্বাস্থ্য এবং অর্থনীতির প্রেক্ষিতে এই প্রতিরোধের সংগ্রামে প্রধানমন্ত্রী কোন নির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা করেন নি, সিপিআই(এম) মানুষের সামনে ঐ দিনটিকে পালনের জন্য নিম্নলিখিত দাবিসনদ প্রকাশ করছেঃ

১. ঠাণ্ডা লেগেছে, জ্বর এবং সর্দি এধরণের উপসর্গ দেখা দিয়েছে সেই সকল মানুষের কাছে ভাইরাস চিহ্নিতকরণ ব্যাবস্থাকে পৌঁছে দিতে হবে।

২. জনসাস্থ্য খাতে বর্ধিত ব্যায়ের খতিয়ান প্রকাশ করে বিনামুল্যে চেকআপ, হাসপাতালের সুবিধা, আইসলেশন ওয়ার্ড এবং ভেন্টিলেটরের ব্যাবস্থা যথেষ্ট করতে হবে। বেসরকারি হাসপাতালগুলিতেও করোনাভাইরাসের রোগীদের বিনামুল্যে চিকিৎসার ব্যাবস্থা হতে হবে।

৩. জন-ধন যোজনার অন্তর্গত সবকটি ব্যাংক অ্যাকাউন্টে এবং বি পি এল তালিকাভুক্তদের জন্য সরকারের তরফ থেকে ৫০০০ টাকা করে পাঠাতে হবে , কেন্দ্রীয় সরকারকে এই ক্ষেত্রে রাজ্যগুলির জন্য প্রয়োজনীয় তহবিলের সংস্থান করে দিতে হবে।

৪. জনসরবরাহ ব্যাবস্থার দ্বারা বিপিএল/এপিএল সবার জন্য এক মাস বিনামুল্যে রেশন দিতে হবে, যার আওতায় পরিযায়ী শ্রমিক পরিবারগুলিকেও আনতে হবে – এক্ষেত্রে এফসিআই’র গুদামজাত ৭.৫ কোটি টন খাদ্যশস্য কাজে লাগানো হোক।

৫. এমএনরেগা প্রকল্পের বিস্তৃতি ঘটিয়ে বছরে ১৫০ দিনের কাজের সংস্থান করতে হবে এবং এই প্রকল্পে যুক্ত হতে ইচ্ছুক সবাইকে কাজের সুযোগ দিতে হবে।

৬. সমস্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রিকে জনসরবরাহ ব্যাবস্থার আওতায় আনতে হবে।

৭. মিড ডে মিল প্রকল্পের আওতায় থাকা সব শিশুদের পরিবারগুলির হাতে /বাড়িতে রেশন পৌঁছে দেবার ব্যাবস্থা গ্রহণ করতে হবে।

৮. সেইসব জায়গা যেখানে মহামারীর প্রকোপ ছড়িয়েছে সেখানের জন্য আর্থিক প্যাকেজের সংস্থান চাই। এই আর্থিক সাহায্য কোম্পানি এবং প্রতিষ্ঠানগুলিকে এই শর্তেই দেওয়া হবে যাতে আগামী তিনমাসের জন্য তারা কোন কর্মচারীকে লে-অফ অথবা ছাঁটাই না করে।

৯. মুলধারার বাইরের এবং সবকটি অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবীদের জীবন-জীবিকার স্বার্থে তহবিল গড়ে তুলতে হবে।

১০. এই সময়ে করোনাভাইরাসের কারনে কাজে যুক্ত হতে না পারা কর্মচারীদের জন্য সবেতন ছুটির সুবিধা দিতে হবে।

১১. আগামী এক বছর ছোট শিল্পক্ষেত্র এবং পাইকারি ব্যাবসাদারদের জন্য ব্যাংকের যাবতীয় দেনা স্থগিত রাখতে হবে।

সিপিআই(এম) সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে
শেয়ার করুন

উত্তর দিন