PB Statement

পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি জারী থাকবে

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি দিয়েছে -

দাম কমানোর কেন্দ্রীয় সিদ্ধান্ত কার্যকরী নয়

পেট্রোপন্যে কেন্দ্রীয় শুল্ক কমানো হয়েছে। প্রতি লিটার পেট্রোলে ৫ টাকা এবং প্রতি লিটার ডিজেলে ১০ টাকা কম করা হয়েছে। এহেন সিদ্ধান্ত কেবলমাত্র একটি লোকদেখানো কর্মসূচি যা জনগণকে দুরাবস্থায় আদৌ কোনও স্বস্তি দেবে না।

পেট্রোপন্যে কেন্দ্রীয় শুল্ক পেট্রোলের প্রতি লিটারে ৩৩ টাকা এবং ডিজেলের প্রতি লিটারে ৩২ টাকা। সেই কারনে দামের এহেন হ্রাসে সার্বিক অর্থনীতি কিংবা জনগণের উপর অত্যধিক জ্বালানির মূল্যের বোঝা এতে কমে না। কয়েকটি রাজ্যের উপনির্বাচনে বিজেপি’র খারাপ ফলাফলের জন্যই এভাবে দাম কমানো হয়েছে,কার্যত এ হল ঐ ফলাফলের ভয়ে হাঁটু কাঁপার বহিঃপ্রকাশ।

জ্বালানির দাম যুক্তিসঙ্গত স্তরে বজায় রাখার একমাত্র উপায় হল কেন্দ্রীয় শুল্কের পরিমানে উল্লেখযোগ্য হ্রাসের সিদ্ধান্ত এবং একইসাথে জ্বালানীর দামে সরকার আরোপিত বিশেষ শেস প্রত্যাহার করা।

গত অক্টোবরে পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশজুড়ে পার্টির সমস্ত ইউনিটকেই পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি জারী রাখার আহ্বান জানাচ্ছে পলিট ব্যুরো।


শেয়ার করুন

উত্তর দিন