CPIMCC

প্যালেস্তাইনে ঘটে চলা গণহত্যার প্রতিবাদে বাম দলগুলির যৌথ বিবৃতি

৬ নভেম্বর,সোমবার,২০২৩

বাম দলগুলি - সিপিআই(এম), সিপিআই, সিপিআই(এমএল), এআইএফবি এবং আরএসপি - নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

অবিলম্বে প্যালেস্তিনীয়দের এই গণহত্যা বন্ধ করতে হবে

বাম দলগুলি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানায়। বাম দলগুলির পক্ষে দাবি করা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে এবং ইস্রায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্যালেস্তিনীয়দের গণহত্যার জন্য অর্থ জোগান, অস্ত্র সরবরাহ এবং সমর্থন বন্ধ করতে হবে। ৭-১০ নভেম্বর ২০২৩ এর মধ্যে যখন মার্কিন পররাষ্ট্র সচিব এন্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে ,দুই এর সাথে দুই, মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন সেই সময়েই এই প্রতিবাদ কর্মসূচী পালিত হবে।

মার্কিন-ইস্রায়েল জোটের দ্বারা প্যালেস্তিনীয়দের গণহত্যাকে সমর্থন করা থেকে বিরত থাকতে এবং অবিলম্বে যুদ্ধবিরতির জন্য বিশ্বব্যাপী আহ্বানে যোগ দেওয়ার জন্য বাম দলগুলি মোদি সরকারের প্রতি দাবি জানায়।

বাম দলগুলির রাজ্য ইউনিটগুলি নিজেদের রাজ্যে এই প্রতিবাদ কর্মসূচীর পদ্ধতি নির্ধারণ করবে।

স্বাক্ষর

(সীতারাম ইয়েচুরি), সাধারণ সম্পাদক, সিপিআই(এম)

(ডি. রাজা), সাধারণ সম্পাদক, সিপিআই

(জি. দেবরাজন), সাধারণ সম্পাদক, এআইএফবি

(দীপঙ্কর ভট্টাচার্য), সাধারণ সম্পাদক, সিপিআই(এমএল)-লিবারেশন

(মনোজ ভট্টাচার্য), সাধারণ সম্পাদক, আরএসপি


শেয়ার করুন

উত্তর দিন