Left Parties Joint Statement

বামফ্রন্টের বিবৃতি

১৮ মে, ২০২২

কলকাতা

কলকাতা হাইকোর্ট অভিযুক্ত মন্ত্রীদের সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশের পরিপ্রেক্ষিতে বামফ্রন্টের দাবি -

১) এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত মন্ত্রীদের অবিলম্বে বরখাস্ত করতে হবে।

২) আদালতের নির্দেশ মতো তদন্তকারী সংস্থাকে অভিযুক্ত মন্ত্রীদের সিবি আই’র হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে।

৩) মন্ত্রী থেকে শুরু করে নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিক ও সরকারী পদাধিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিবিধান করতে হবে।

৪) ঘুষ ও দুর্নীতিলব্ধ সমস্ত অর্থ উদ্ধার করতে হবে। আন্দোলনরত চাকুরি প্রার্থীদের বিরুদ্ধে সমস্ত মামলা-মোকদ্দমা প্রত্যাহার করতে হবে।

৫) দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদরত ছাত্র-যুবদের ওপর দমনপীড়ন ও ধরপাকড় বন্ধ করতে হবে।

৬)  অবিলম্বে সমস্ত শূন্যপদে সুষ্ঠু পদ্ধতি মেনে নিয়োগের ব্যবস্থা করতে হবে।  

৭) রাজ্যের সব নিয়োগ সংস্থাগুলিকে অবিলম্বে দুর্নীতিমুক্ত করতে হবে।

এই সমস্ত দাবীতে রাজ্যের সর্বত্র প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করার জন্য বামফ্রন্ট আহ্বান জানাচ্ছে।


শেয়ার করুন

উত্তর দিন