পরিযায়ী শ্রমিকদের খাবার ও থাকার ব্যবস্থা সুনিশ্চিত করতে বিভিন্ন ভাষায় প্রচার করছে কেরালা

মঙ্গলবার,৩১ মার্চ ২০২০

দেশের বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র যখন পরিযায়ী শ্রমিকদের বাসে করে ঘরে ফেরানোর আশ্বাস দিয়ে, পথে হাঁটু গেড়ে বসিয়ে শিশু,মহিলা সহ সবার সারা গায়ে রাসায়নিক স্প্রে করছে। দেশের অন্যতম বাম পরিচালিত রাজ্য কেরালা তখন পরিযায়ী শ্রমিকদের 'অতিথি শ্রমজীবী' বলে সম্মান জানাচ্ছেন।

কেরালাতে বাংলা সহ বিভিন্ন রাজ্য থেকে বহু পরিযায়ী শ্রমিক কাজ করতে যান। লকডাউনের পর থেকে তারা বাড়ি ফিরতে পারছেন না।তাদের জন্য গত ২৭ তারিখ গোটা কেরালা জুড়ে ১৪৪১৪৫ জন পরিযায়ী শ্রমিকের জন্য খুলে দেওয়া হয়েছে ৪৬০৩ টি ত্রাণ শিবির। গৃহহীনদের জন্য খোলা হয়েছে ৩৫ টি ক্যাম্প, ১৫৪৫ জন মানুষ আপাতত সেখানে আছেন। এই সব কটি ত্রাণ শিবিরে খাবার, মাস্ক ,সাবানের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী বিজয়ন জানিয়েছেন , আরো বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানকে ত্রাণ শিবিরে পরিণত করার কাজ চলছে।

গত রবিবার বাড়ি ফেরার জন্য কোট্টায়ামের রাস্তায় জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। পরিবহণের জন্য তারা দাবি জানানোর সাথে সাথে পুলিশ তাদের আশ্বাস দেয় । মুখ্যমন্ত্রী বিজয়ন, প্রশাসনের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের জানিয়েছে, এই অবস্থায় বাইরে থাকা ঠিক হবে না, এতে রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। লকডাউন ভেঙে তাদের বাড়ি ফেরা যেহেতু সম্ভব নয়, তাদের থাকা ও খাবারের ব্যবস্থা করবে কেরালা সরকার। দক্ষিণ ভারতে খাবার খেতে অসুবিধা হলে ,উত্তর ভারতের খাবারের ব্যবস্থার ও আশ্বাস দেয়া হয়েছে।

পরিযায়ী শ্রমিকদের উদ্দ্যেশে এই বার্তা পৌঁছে দেয়ার জন্য বিভিন্ন ভাষায় তৈরি অডিও ক্লিপ সারা কেরালায়, বৈদ্যুতিক মাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে।



এই সহায়ক প্রচারে বলা হচ্ছে...

১. যদি আপনাকে বাড়ির মালিক বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য দাবি জানান, তাহলে নিকটবর্তী পঞ্চায়েতে, পুরসভায় বা পুলিশ স্টেশনে খবর দিন। আপনাকে এই পরিস্থিতিতে কেউ ঘর ছাড়া করতে পারে না।
২. খাবার পেতে অসুবিধা হলে, আপনি পঞ্চায়েত থেকে ২০ টাকার ফুড প্যাকেজ কিনতে পারেন। এই বিষয়ে আপনি আপনার ওয়ার্ড কর্মীদের সাথে যোগাযোগ করুন।

৩. যাদের খাবার কেনার টাকা নেই, তাদের জন্য বিনামূল্যে ফুড প্যাকেজ দেয়া হবে। এই বিষয়ে ওয়ার্ড কর্মীদের সাথে যোগাযোগ করুন।

কেন্দ্রীয় সরকারের পরিযায়ী শ্রমিকদের প্রতি উদাসীনতা, অসংখ্য সীমাবদ্ধতা কে জয় করে সুষ্ঠ ও মানবিকতার পরিচয় দিল কেরালার বাম সরকার। কেরালার বাম সরকার এক অনুকরণীয় বিকল্পের সন্ধান দিচ্ছে, এই কঠিন ও দুরহ সময় থেকে বেড়িয়ে আসার উদ্যেশ্যে শ্রমজীবী মানুষদের পাশে থেকে।


শেয়ার করুন

উত্তর দিন