শ্রমিকদের চাপে বন্ধ জুট মিল, তবে বেতনের ‌আশ্বাস দেয়নি মিল কর্তৃপক্ষ

করোনা সংক্রামন ঠেকাতে আপতকালীন পরিস্থিতিতে উলুবেড়িয়া মহকুমা এলাকার প্রায় সব মিলকেই বন্ধ করে দেওয়া হচ্ছে প্রশাসনের নির্দেশে। এর মধ্যে বাউড়িয়া ও চেঙ্গাইলের জুট মিলগুলো অন্তর্ভুক্ত। অনেক কারখানায় মিল বন্ধের দাবিতে শ্রমিক বিক্ষোভ হচ্ছে। কারখানা শ্রমিকরা কারখানা বন্ধের দাবি জানাচ্ছে। সেইজন্যদ প্রশাসনের তরফ থেকে সমস্ত কারখানাকে ফোন ও পুলিশ পাঠিয়ে বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে। যেখানে সম্ভব হচ্ছে জুটমিলের ইউনিয়নের সাথে আলোচনা করে মিল বন্ধ করা হচ্ছে। কিন্তু বেতনের বিষয়টি এখনও সুনিশ্চত করেনি মিল কর্তৃপক্ষ। সে ক্ষেত্রে ফের এক অনিশ্চয়তা থাকছে শ্রমিকদের মনে।

শ্রমিকদের চাপে অবশেষে মিল বন্ধের নোটিশ দিল বাউড়িয়া জুট মিলের ম্যানেজমেন্ট। আগামী ২৭শে মার্চ পর্যন্ত বাউড়িয়া জুট মিল বন্ধ থাকবে বলে জানায় মিল কর্তৃপক্ষ। তবে সবেতন ছুটির কথা নোটিশে না থাকায় শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। সিআইটিইউ নেতা শামসুল মিদ্দে জানালেন, আমরা সবেতন ছুটির দাবি জানিয়েছি মিল কর্তৃপক্ষের কাছে।
শেয়ার করুন

উত্তর দিন