PB Statement

কেরালায় চরমপন্থী হিংস্রতার ঘটনায় তীব্র বিরোধিতা জানাচ্ছে পলিট ব্যুরো

২৭ সেপ্টেম্বর ,মঙ্গলবার, ২০২২

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

বিজেপি সভাপতি জে পি নাড্ডা বলেছেন, কেরালা সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হয়ে উঠছে। এমন মিথ্যা অভিযোগ তুলে ধরে প্রকৃত বাস্তবকে ঢেকে যাবে না যে কেরালায় রাজনৈতিক হিংসা আরএসএস এবং পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) দ্বারা সংঘটিত হত্যা এবং প্রতিশোধমূলক হত্যাকাণ্ডের মাধ্যমেই বৃদ্ধি পাচ্ছে। আলাপুজা ও পালাক্কাদ জেলায় এই দুই সংগঠনের কর্মীদের হত্যা ও প্রতিশোধমূলক হত্যাকাণ্ডে এ বছরই চারজনের মৃত্যু হয়েছে।

কেরালায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ও সাম্প্রদায়িক মেরুকরণ চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে এক ইচ্ছাকৃত প্রচেষ্টা। বিজেপি সভাপতির পক্ষে বরং ভাল হবে যদি তিনি আরএসএসকে এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে না জড়ানোর পরামর্শ দেন। এলডিএফ সরকার রাজ্যের সমস্ত চরমপন্থী সংগঠনের হিংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।

কেরালার জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির প্রতি দৃষ্টান্তমূলক অঙ্গীকারের জন্যই সুপরিচিত। তারা কোনো চরমপন্থী হিংসাত্মক কর্মকাণ্ড সহ্য করবে না।


শেয়ার করুন

উত্তর দিন