২৮ নভেম্বর,২০২৪
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:
বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বিভিন্ন ঘটনা নিরন্তর ঘটে চলেছে যাতে সংখ্যালঘুদের নিরাপত্তা ভয়াবহ ভাবে বিঘ্নিত হয়েছে। বর্তমান সময়ে যখন মৌলবাদী শক্তিগুলো একটি সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির জন্য সক্রিয়, বাংলাদেশ কর্তৃপক্ষ এখনও সাম্প্রদায়িক হামলা দমনে দৃঢ় পদক্ষেপ নেয়নি। শান্তি ও সম্প্রীতির স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এই পরিস্থিতিতে, ভারতের অভ্যন্তরে, হিন্দুত্ববাদী শক্তিগুলি উগ্র ও উস্কানিমূলক প্রচারে লিপ্ত হয়েছে। তাদের উদ্দেশ্য সন্দেহজনক কারণ এই শক্তিগুলোই আমাদের দেশে মুসলমানদের বিরুদ্ধে প্ররোচনার পাশাপাশি সংখ্যালঘুদের লক্ষ্য করে হামলার জন্য দায়ী। ধর্মীয় সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভেদমূলক রাজনীতি বাংলাদেশ ও ভারত উভয়ের জন্যই ক্ষতিকর।