ইস্তানবুলের অন্তর্গত ওকমেইদানিতে আইদিল কালচারাল সেন্টারে গত দুবছরে মোট ১০ বার পুলিশ রেইড করেছে, হেনস্থা করার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে মোট ৩০ জন শিল্পিদের, তাদের গানবাজনার সরঞ্জাম ভেঙ্গে দেওয়া হয়েছে, গানের খাতা নষ্ট করে দেওয়া হয়েছে। এই আক্রমনের শিকার হয়েছে গ্রুপ ইয়োরাম নামের লোকশিল্পী দলটি, হেলিন বোলেক যার সদস্য ছিলেন।
বারে বারে শিল্পিদের উপরে হামলা এবং তাদের কণ্ঠরোধ করার প্রতিবাদে এবং দলের গ্রেফতার হওয়া সদস্যদের নিঃশর্তে মুক্তির দাবীতে আমরণ অনশন শুরু করেছিলেন হেলিন বোলেক। সেই অনশনের ২৮৮ দিন পূর্ন হয়েছিল।
তাদের দাবি ছিলঃ
১. পুলিশি হেনস্থা বন্ধ হোক, শিল্পীদের সন্ত্রস্ত করা চলবে না (End the police raids against İdil Cultural Center, which is constantly raided, attempted to be terrorized and where the group is conducting its activities)
২. শিল্পীদের নামে হুলিয়া জারী করা রদ হোক (Remove the Grup Yorum members from the wanted lists of the Ministry)
৩. গ্রুপ ইয়োরাম দলের উপর তিন বছর ধরে জারী করা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক (Remove the ban on the concerts of Grup Yorum, all concerts of which have been banned for almost three years)
৪. গ্রুপ ইয়োরাম দলের সদস্যদের নামে মামলাগুলি প্রত্যাহার করতে হবে (Drop the lawsuits filed against Grup Yorum members)
৫. গ্রেফতার হওয়া সবাইকেই মুক্তি দিতে হবে (Release all arrested Grup Yorum members)
গত ১১ই মার্চ হেলিন বোলেক এবং সেই দলের আরেকজন শিল্পি ইব্রাহীম গোচেক’কে গ্রেফতার করে পুলিশ, তাদেরকে ভর্তি করে দেওয়া হয় উম্রানিয়ে ট্রেইনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালে। তারা দুজনেই কোনোরকম চিকিৎসার সুযোগ নিতে অস্বীকার করেন।
এর আগে হেলিনের মা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশবাসির কাছে আবেদন জানান ” এই তরুন প্রজন্মের শিল্পীদের কি আপনারা আবার মঞ্চে দেখতে চান না? খুব দ্রুত এই বিষয়ে কিছু করা হোক, আমার মেয়ের হাতে বেশি সময় নেই। তার শরীরের স্নায়ুগুলী ক্ষয়ে যাচ্ছে – অসহ্য যন্ত্রণায় হেলিন দিনের পর দিন ঘুমোতে পারছে না”।
গ্রুপ ইয়োরামের অফিশিয়াল ফেসবুক পেজে আজ প্রকাশিত হয়েছে হেলিনের মৃত্যুবরণের খবর, তারা হেলিন বোলেকের চলে যাওয়াকে শহিদের মৃত্যুবরণ বলে উল্লেখ করে সবাইকে রেসিস্ট্যান্স হাউসে উপস্থিত হয়ে হেলিনকে শহিদের মর্যাদাজ্ঞাপনের জন্য আহ্বান রেখেছে।
হেলিন বোলেকের এইভাবে মৃত্যুবরণ সারা পৃথিবীর মানুষের জন্য একদিকে শোকের আবহ তৈরি করেছে অন্যদিকে অন্যায়ের প্রতিবাদে প্রকৃত শিল্পীদের সংগ্রামের ইতিহাসকেী আরও একবার উজ্জ্বল করে তুলেছে। হেলিন বোলেক এবং তার গান দুটিই রয়ে যাবে মানুষের হৃদয়ে।
তথ্যসুত্রঃ ১. বিয়ানেট ২. সোশ্যাল মিডিয়া