The Call, The Day: 31st August

অরিন্দম মুখার্জি

এই বছর ১৯৪৩ সালের ভয়াবহ দুর্ভিক্ষ ও আকালের ৮০ বছর। ওই দুর্ভিক্ষ নেমে আসার মাত্র কদিন আগেই যুক্ত বঙ্গের প্রাদেশিক ফজলুল হক সরকারের অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বিপ্লবী সাজার চেষ্টা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সমালোচনা করেছিলেন হক মন্ত্রিসভার, গড়ে তুলেছিলেন ‘হিন্দু মহাসভা ত্রাণ সমিতি’ ও ‘বাংলা ত্রাণ সমিতি’। লক্ষ লক্ষ টাকা জমা পড়েছিল ‘বাংলা ত্রাণ সমিতি’র তহবিলে।কিন্তু তার কোনও সুবিধা সাধারণ মানুষ পাননি। পেয়েছেন কেবল হিন্দু মহাসভার কর্মীরাই।এমনকি শ্যামাপ্রসাদের নিজের গ্রাম জিরাট বা সন্নিহিত বলাগড় গ্রামের সাধারণ মানুষের কাছেও ত্রাণ পৌঁছয় নি। ‘হিন্দু মহাসভা ত্রাণ সমিতি’ ছিল একটি ঘোষিত সাম্প্রদায়িক সংগঠন। এই সংগঠনের লক্ষ্য ছিল, উঁচুজাত অর্থাৎ সম্মানীয় হিন্দুদের অবলুপ্তির হাত থেকে রক্ষা করা।দুর্ভিক্ষ পীড়িত ও আকালের শিকার সাধারণ মানুষকে রক্ষা করার কোনও দায় তাদের ছিল না। বরং অবাধ মজুতদারি ও কালোবাজারির তারা ছিল নীরব প্রশ্রয়দাতা। কারণ এতে তাদের বিপুল পরিমাণ ত্রাণের টাকা তোলার সুযোগ হয়েছিল।

বিশিষ্ট শিল্পী চিত্তপ্রসাদের বর্ণনায় তৎকালীন পরিস্থিতিতে শ্যামাপ্রসাদ ও তাঁর হিন্দু মহাসভার এহেন অমানবিক চেহারা ফুটে উঠেছে। শ্যামাপ্রসাদের ভাবশিষ্য ও উত্তরসূরীরাই আজকের ভারতের শাসকদল তথা সুদিন-আচ্ছেদিনের ফেরিওয়ালা এবং হিন্দুরাষ্ট্র গঠনের লক্ষ্যে ধাবমান ভয়ংকর শক্তি। তাদের নীতিতেই বর্তমান সময়ে দেশের মানুষের দুর্দশা সেদিনকার চেয়ে কোনও অংশে কম নয়।

Chittaprasad 1

স্বাধীনতার আগে ও পরে দুর্ভিক্ষ প্রতিরোধে ও খাদ্যের দাবিতে পথে নেমে আন্দোলন গড়ে তুলেছিল বামপন্থীরাই। পরে উত্তরোত্তর খাদ্য সংকট বৃদ্ধির ও তার পাশাপাশি আন্দোলনের সর্বোচ্চ স্তরে ১৯৫৯ সালের ৩১ আগষ্ট কলকাতার বুকে গ্রাম থেকে আসা হাজার হাজার মানুষের ঢেউ আছড়ে পড়ে।

সংঘটিত হয় ভুখা মিছিল ও আইন অমান্য।

শাসকের ঘাতক পুলিশ বাহিনীর হিংস্র আক্রমণে প্রাণ হারান ৮০ জন নিরস্ত্র নরনারী। নিখোঁজ ও গ্রেফতার হন আরও অনেকে।
সেই থেকেই ৩১ আগষ্ট গণ আন্দোলনের শহীদ দিবস হিসাবে পালিত হয়ে আসছে।

সেই সময় ভয়াবহ খাদ্য সংকটের মূল কারণ ছিল সরকারি মদত ও প্রশ্রয়ে ব্যাপক কালোবাজারি ও মজুতদারি।

যদিও সেই সময়ে মজুতদারি বিরোধী আইন ছিল কিন্তু সেই আইনকে ব্যবহার করে মজুতদারি রোধে কোনওরকম কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি সরকার। বেআইনী ভাবেই মজুতদাররা খাদ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছিল। ফলে খাদ্যের দাম বেড়েছিল চড়া হারে। গরীব মানুষ খাদ্য পায় নি। আর বর্তমান সময়ে কেন্দ্রের বিজেপি সরকার মজুতদারি রোধের আইনটাই তুলে দিয়েছে। ফলে কর্পোরেট পুঁজির মালিকরা অবাধে খাদ্যপণ্য মজুত করে চড়া দরে তা বিক্রি করে বিপুল মুনাফা অর্জন করছে। গভীর সংকটে পড়ছে আম জনতা।

এই কর্পোরেট মালিকরা পি এম কেয়ার ফান্ড অথবা বিজেপি-তৃণমূলের ইলেক্টোরাল বন্ডে বিপুল টাকা প্রদান করে এই লুটের ছাড়পত্র পেয়ে যাচ্ছে।

রেশনিং ব্যবস্থাকে ক্রমান্বয়ে দুর্বল করে, এফ সি আই-এর সরকারি মজুত ভাণ্ডার প্রায় তুলে দিয়ে এবং আদানির মতো কর্পোরেট মালিকদের হাতে খাদ্য মজুতের পুরো ব্যবস্থাটা তুলে দিয়ে নতুন করে খাদ্য সুরক্ষার বিপদ ডেকে আনছে মোদীর সরকার।
রাজ্যের তৃণমূল সরকারও এই প্রশ্নে পিছিয়ে নেই। সরকারি ব্যবস্থায় ফসল সংগ্রহের উদ্যোগ ক্রমশ কমছে। BENFED (The West Bengal State Co-operative Marketing Federation Limited) ও CONFED (The West Bengal State Consumer’s Co-operatve Federation Limited)-এর মতো সংস্থাকে রাজ্য সরকার তুলে দিয়েছে। যারা ন্যায্য দামে কৃষকের উৎপাদিত ফসল সংগ্রহ করে ন্যায্য দরেই তা উপভোক্তাদের সরবরাহ করত।

এখন পুরো ব্যবস্থাটাই ফড়ে-দালালদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। ফলস্বরূপ কৃষক যেমন ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে, পাশাপাশি সাধারণ মানুষকে বিপুল দামে সেই জিনিস কিনতে হচ্ছে।

মোদী সরকারের কর্পোরেট বান্ধব কৃষি ও খাদ্যনীতির কারণে দেশে খাদ্যের যোগান ও চাহিদার ফারাক ক্রমবর্ধমান। ফলশ্রুতিতে বিশ্বের বৃহত্তম ধান উৎপাদক দেশ হিসাবে ভারত তার সমস্ত দায় ঝেড়ে ফেলে প্রতিবেশী দেশগুলিতে চাল রপ্তানি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে এবং ওই দেশগুলিকেও খাদ্য সংকটে ফেলে দিয়ে তাদের বিরাগভাজন হচ্ছে। অথচ ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ GDP (Gross Domestic Product) বাড়ছে। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের পূর্বাভাষ অনুযায়ী এই ২০২৩-এই ভারতের জিডিপি বেড়ে হবে ৬.১ শতাংশ। কিন্তু একইসঙ্গে বাড়ছে ক্ষুধা, বেকারি, দারিদ্র্য। ভারতের অর্থনীতি বিকাশমান কিন্তু এদেশে ধনী-দরিদ্রের বৈষম্যও প্রকট। এর কারণ কর্মসংস্থানের সুযোগ ভয়াবহভাবে কমে গেছে। নিযুক্তিহীন বিকাশ।

দেশের বর্ধিত জিডিপি’র ৬০ ভাগ আসে হোটেল, রিয়াল এস্টেট সহ অন্যান্য ক্ষেত্রের ব্যবসা-বাণিজ্য, পরিষেবা ক্ষেত্র, ব্যাঙ্ক-বিমা ইত্যাদির থেকে যেখানে যুক্ত মুষ্টিমেয় মানুষ। অন্যদিকে শ্রমনিবিড় ক্ষেত্র যথা চাষবাস, বনসৃজন, মাছ চাষ থেকে আসে মাত্র ১২ভাগ। যেখানে দেশের প্রায় ৬০ ভাগ মানুষ যুক্ত। একমাত্র উৎপাদন শিল্প, যেখানে কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ থাকে সেখান থেকে আসে ১৫ শতাংশ। এটাই হল দেশের জিডিপি বাড়া সত্ত্বেও দারিদ্র্য ও বেকারি বাড়ার কারণ। ক্রমবর্ধমান বেকারি দেশের দারিদ্র্য বৃদ্ধির অন্যতম কারণ। এই বছরের গোড়ায় এদেশে বেকারি বৃদ্ধির হার ছিল ৭.১৪ শতাংশ। মার্চ ২০২৩-এ সেই হার ছিল ৭.৮ শতাংশ। পরের মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৮.১১ শতাংশ। আমাদের রাজ্যে কাজের হাহাকারের করুণ চিত্রের দুটি প্রতিফলন হল সম্প্রতি ঘটে যাওয়া করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় অন্য রাজ্যে কাজ করতে যাওয়া গরীব যুবকদের মৃত্যু ও মিজোরামে ব্রীজ ভেঙ্গে এই রাজ্যের শ্রমিকদের মৃত্যু।

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ” খাদ্যের অভাবে কখনও পৃথিবীতে দুর্ভিক্ষ হয়নি, হয়েছে সুষম বন্টনের অভাবে।” দেশের শাসন ক্ষমতায় জোতদার-জমিদার-কর্পোরেট মালিকদের প্রতিনিধিরা থাকলে সুষম বন্টন আকাশকুসুম কল্পনামাত্র।

২০২২-২৩ আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকে খাদ্যের বাণিজ্যে কর্পোরেট মালিক আদানির মুনাফা বেড়ে হয়েছে ৮৬০ কোটি টাকা। গত বছরের তুলনায় ৬৬ শতাংশ বৃদ্ধি। আর এক কর্পোরেট কোম্পানি আই টি সি’র মুনাফা বেড়ে হয়েছে ৩০০ কোটি টাকা।
দেশে মুদ্রাস্ফীতির হার বিগত জুনের ৪.৮৭ শতাংশ থেকে বেড়ে জুলাইয়ে হয়েছে ৭.৪৪ শতাংশ। গত এক বছরে তরিতরকারির দামবৃদ্ধি ঘটেছে ৩৭ শতাংশ। গত ৫ বছরে সর্বোচ্চ। সবচাইতে বেশি দাম বেড়েছে টম্যাটোর, ২০১.৫৪ শতাংশ। এরপর পরপর আছে রসুন, আদা, কাঁচালঙ্কা ইত্যাদি সবজি।

অস্বাভাবিক হারে বেড়েছে পেট্রোপণ্যের দাম। যার দর বৃদ্ধিতে অন্যান্য সব জিনিসের দাম বাড়ে। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত দাম বৃদ্ধি ঘটেছে রান্নার গ্যাস ৪১০ টাকা থেকে ১১০০ টাকা, পেট্রোল প্রতি লিটার ৭১ টাকা থেকে ৯৫-১০০ টাকা, ডিজেল প্রতি লিটার ৫৫ টাকা থেকে ৮৩-৯৮ টাকা। কেরোসিনের দাম পৌঁছে গেছে লিটার প্রতি ১১০ টাকায়। উল্টোদিকে পাল্লা দিয়ে কমেছে মার্কিন ডলার সাপেক্ষে টাকার দাম। ২০১৪-তে যা ছিল ৬২ টাকা, ২০২৩-এ তা হয়েছে ৮৩.৫ টাকা। এটাও একটা সর্বকালীন রেকর্ড। ২০১৪ ভিত্তি বর্ষ ধরার কারণ ওই বছরেই ‘বিকাশপুরুষ’ মোদী জমানার শুরু, যিনি সম্প্রতি হাস্যকর দাবি করেছেন ভারত বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ।

বিশ্ব ক্ষুধা সূচকে (গ্লোবাল হাঙ্গার ইনডেক্স) ১২১টি দেশের মধ্যে আমাদের স্থান ১০৭ নম্বরে। আমাদের সব প্রতিবেশী দেশের থেকে আমরা পিছিয়ে আছি। শ্রীলঙ্কা-৬৪, নেপাল-৮১, বাংলাদেশ-৮৪, পাকিস্তান-৯৯। এতটাই ভয়াবহ আমাদের ক্ষুধা চিত্র।

২০১৯ সালে প্রকাশিত রাষ্ট্রসংঘের ‘খাদ্য ও কৃষি সংস্থা’র রিপোর্ট থেকে জানা যায় যে ভারতে খাদ্য ও দানা শস্য গ্রহণের মাথাপিছু হার আফ্রিকার বেশ কিছু দেশের থেকেও কম। ভারতে যা গড়ে ১৭১ কিলোগ্রাম, আফ্রিকার দেশগুলির ক্ষেত্রে তা ১৯০ কিলোগ্রাম। এক্ষেত্রে বিশ্বের গড় হল ৩০৪ কিলোগ্রাম। এই খাদ্য তালিকার মধ্যে ডাল,ডিম, দুধ,মাংস সহ পুষ্টিকর খাবার ধরা হয়। ফলে শিশুদের মধ্যে অপুষ্টির হার আগের থেকে অনেক বেড়েছে। ২০১৪ সালে যা ছিল ১৫.১ শতাংশ, এখন তা ১৯.৩ শতাংশ।
উপরোক্ত সমস্ত ভয়াবহ ও করুণ চিত্র ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হয়েছে গত তিরিশ বছর ধরে নয়া উদারনীতি লাগু হবার সময়পর্বে এবং তার গতি ত্বরান্বিত হয়েছে অপদার্থ বাক্যবাগীশ মোদীর সরকারের নীতিতে। তাই লড়াই সব ইস্যু সহ নয়া আর্থিক উদারনীতির বিরুদ্ধেই।

এর সঙ্গে জাত-পাত, ধর্মের বিভাজনের বিরুদ্ধে, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশ থেকে গণনা পর্যন্ত অভূতপূর্ব চেহারায় গণতন্ত্র নিধন, সরকারের সর্বস্তরে চরম দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তথা বামপন্থীদের ও সহযোগী শক্তিগুলিকে নতুন উদ্যমে বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে সংগ্রামে উজ্জীবিত করার আহ্বান নিয়েই আগামী ৩১ আগষ্টের সমাবেশ সফল করতে হবে।

Spread the word

Leave a Reply