BIMANBOSE

দেশ বিক্রিই প্রধানমন্ত্রীর কাছে আত্মনির্ভরতা, বললেন- বিমান বসু

৩ জুলাই ২০২০
ওয়েবডেস্কের প্রতিবেদন


দেশ বিক্রিই প্রধানমন্ত্রীর কাছে আত্মনির্ভরতা, বললেন বিমান বসু।জাতীয় সম্পদ রাষ্ট্রায়ত্ত রেলওয়েকে বেসরকারি হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে সকলকে এর বিরুদ্ধে সোচ্চার হতে আবেদন করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিআই(এম)’র পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম। বৃহস্পতিবার বিমান বসু সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রী আত্মনির্ভরতার কথা বলে দেশকে বিক্রি করে দিচ্ছেন। ওঁর কাছে আত্মনির্ভরতার সংজ্ঞা হয়তো বিক্রি করে দেওয়া। কিন্তু দেশবাসী সেটা মানবে না। মহম্মদ সেলিমও সাংবাদিকদের বলেছেন, ভারতীয় রেল দেশের গর্ব। জাতীয় সম্পদ। কিন্তু লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের জন্য রেল চালানো হয়নি। জাতির সঙ্কটের সময় জাতীয় সম্পদকে সরকার ব্যবহার করেনি। আর এখন বিক্রি করে দেওয়া হচ্ছে। দেশের সম্পদ তৈরি করাটা দেশপ্রেম নাকি বিক্রি করাটা দেশপ্রেম?



বেসরকারি মালিকদের মুনাফা করিয়ে দেওয়ার জন্য রেল বেসরকারিকরণের অভিযোগ করে সেলিম বলেন, ইলেকটোরাল বন্ডে যারা ভোটের আগে শাসক দলকে টাকা জুগিয়েছিল তাদের এখন রেলের মতো জাতীয় সম্পদকে সস্তায় কেনার সুযোগ করে দেওয়া হবে। স্বাস্থ্য পরিকাঠামো, এয়ারলাইন্স সব ক্ষেত্রেই বেসরকারি ক্ষেত্রের ব্যর্থতা আমরা দেখেছি। তবুও সব বেসরকারিকরণ করা হচ্ছে। ভারতীয় রেল দেশকে জুড়েছে, অথচ এখন যাদের রেল চালানোর অভিজ্ঞতা ও যোগ্যতাই নেই তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। মোদীর সাধের বুলেট ট্রেন বেসরকারি কোম্পানি চালাক। কিন্তু চালু লাভজনক রুটকে বেসরকারি হাতে তুলে দেওয়া যাবে না। এর বিরুদ্ধে সবাইকে একসঙ্গে সোচ্চার হতে হবে।



এদিন বহরমপুরে একটি সাংবাদিক বৈঠকে রেল বেসরকারিকরণের প্রতিবাদে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি বলেছেন, কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের ওপর কর বসিয়ে গত ৬বছরে ১৮ লক্ষ কোটি টাকা আয় করেছে। সেই টাকার কিছুই গরিব মানুষের স্বার্থে খরচ করেনি। উলটে এখন গরিবের যাতায়াতের সবচেয়ে সস্তা পরিবহণ ব্যবস্থায় কুঠারাঘাত করছে, রেলকে বেসরকারিকরণ করতে চলেছে। বেসরকারি মালিকরা কি তাদের পকেটের পয়সায় যাত্রীদের সেবা করবে? মোটেই না, সাধারণ মানুষের পকেট কেটে আরও মুনাফা করবে। রেলের ভাড়া অনেক বেড়ে যাবে। ভারত সরকারের পেতে দেওয়া রেললাইন এবং ভারত সরকারের তৈরি করা ট্রেনের কোচ ও ইঞ্জিন বেসরকারি মালিকদের হাতে তুলে দিয়ে তাদের ট্রেন চালিয়ে মুনাফা করার সুযোগ করে দিচ্ছে।



সূত্র:গণশক্তি পত্রিকা

Spread the word

Leave a Reply