PB Statement

SBI Must Comply With Court Order

৭ মার্চ, বৃহস্পতিবার, ২০২৪

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৬ মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ডের সমস্ত হিসাব করতে ব্যর্থ হয়েছে । সুপ্রিম কোর্ট তাদের রায়ে নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করেছে।

রায়ে এসবিআইকে এই তথ্য দেওয়ার জন্য তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। পরিবর্তে, ৬ মার্চের সময়সীমার প্রাক্কালে, এসবিআই ,৩০ জুনের মধ্যে বিশদ জমা দেওয়ার জন্য আরো ১১৬ দিন সময় চেয়ে আদালতের কাছে আবেদন করেছে।

নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী বন্ডের বিবরণ যাতে প্রকাশ না করা হয় তা নিশ্চিত করার জন্য এটি একটা  সুস্পষ্ট চক্রান্ত।এটা অবিশ্বাস্য যে এসবিআই, যার গোটা প্রক্রিয়া ডিজিটালাইজড, কয়েক দিনের মধ্যে নির্বাচনী বন্ডের সমস্ত প্রাসঙ্গিক বিবরণ একত্র করতে পারে না।

শুধুমাত্র মোদি সরকারের চাপের কারণে এসবিআই এই অবস্থান নিয়েছে। সুপ্রিম কোর্টের উচিত নিশ্চিত করা যে এসবিআই, নির্বাচনী বন্ডের সমস্ত বিবরণ অবিলম্বে জমা দেয়।

পলিট ব্যুরো পার্টি ইউনিটগুলিকে একই দাবিতে বিক্ষোভ সংগঠিত করার আহ্বান জানায়।

Spread the word

Leave a Reply