লাগাতার ২০দিন ধরে মানুষের অর্থ লুঠ করে চলেছে মোদি সরকার। বিশ্ব বাজারে তেলের দাম এখন অস্বাভাবিক কম। তা সত্ত্বেও গত ২০ দিনে পেট্রোলের দাম বাড়ানো হয়েছে ৯.৭৬ টাকা এবং ডিজেলের দাম বাড়ানো হয়েছে ৯.৭৫ টাকা।
২০১৪ সালে কেন্দ্রীয় করের পরিমাণ পেট্রোল ও ডিজেলের উপর ধার্য ছিল
৯.৪০ টাকা ও ৩.৫৬ টাকা।
বিগত ৬ বছরে বিজেপির রাম রাজত্বে সরকারি করের পরিমাণ বেড়ে ২০২০ সালে হয়েছে, পেট্রোল ৩২.৯৮ টাকা এবং ডিজেল ৩১.৮৩ টাকা।
এই অবাধ লুঠের প্রতিবাদে আগামী ২৯শে জুন বামফ্রন্ট ও অন্যান্য সহযোগী দলগুলোর পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচী পালিত হবে।
২৯শে জুন সন্ধ্যায় সব এরিয়া কমিটি এলাকার ন্যুনতম ৫টি গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ কর্মসূচী পালন করুন। অন্যান্য সহযোগী দলগুলোকে নিয়ে এই কর্মসূচী পালিত হয়েছে।
লাগাতার পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদের সারা রাজ্যে বিক্ষোভ কর্মসূচি পালিত হল সিপিআই(এম) সহ বাম ও ধর্মনিরপেক্ষ শক্তির আহ্বানে।
Spread the word