Lockdown 2

Left and Congress Legislative Committee again Joint Letter to The CM on the Plight of People of Bengal stuck in other states

কোভিড – ১৯ সংক্রমণের মোকাবিলায় লকডাউনের দেড় মাসের বেশি অতিক্রান্ত । এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের নিজ রাজ্যে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে কোনো সদর্থক ভূমিকা, পশ্চিমবঙ্গ এর মুখ্যমন্ত্রী এখনো দেখতে পারেননি। যেখানে অন্য রাজ্য গুলি কেন্দ্রের কাছে গড়ে ২০০টির বেশি ট্রেনের জন্য আবেদন করেছে কেন্দ্রের কাছে, সেখানে পশ্চিমবঙ্গ মাত্র ৭ টি ট্রেন রাজ্যে এসেছে। কেন্দ্রের যে প্যাকেজ ঘোষণা হয়েছে, সেখানে পরিযায়ী শ্রমিকদের কোনো উল্লেখ নেই। সুপ্রিম কোর্ট ও কার্যত হাত তুলে নিয়েছে। এমত অবস্থায় অনেক জরুরি রাজ্যের মধ্য ও ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ি শ্রমিক, পর্যটক, অসুস্থ মানুষ,শিক্ষার্থীদের ফিরিয়ে আনার বিষয়টি। অপরিকল্পতভাবে ডাকা এই লকডাউনে বিপর্যস্ত এই মানুষগুলোর বিষয় ও রাজ্যের করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি জানিয়ে মুখমন্ত্রী কে আবার যৌথভাবে চিঠি দিলেন বাম পরিষদীয় দল ও কংগ্রেস পরিষদীয় দল। নীচে চিঠিটির বয়ান দেওয়া হল।

Spread the word

Leave a Reply