Wednes Day, 1April 2020
করোনা ভাইরাস সংক্রমণের পরিপেক্ষিতে লক ডাউন প্রক্রিয়ার ১০ দিন অতিক্রান্ত, গত ২৩ মার্চ নবান্নে সর্বদলীয় বৈঠকে CPI(M) এর মূল বক্তব্য ছিল, WHO ও ICMR এর পরামর্শ অনুযায়ী রাজ্য সরকার যে নির্দেশনামা জারি করবে তা সবাই কে ঐক্যবদ্ধ ভাবে কার্যকর করতে হবে।
সেই মনোভাবেই রাজ্যবাসী চলছেন। আজ ১ এপ্রিল এই প্রসঙ্গে জনগণ কে ধন্যবাদ জানিয়ে তিনটি গুরুত্বপুর্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে যৌথভাবে চিঠি দিলেন বাম পরিষদীয় দল ও কংগ্রেস পরিষদীয় দল।
চিঠির মূল বিষয় তিনটি হল,
১) বেহাল চিকিৎসা ব্যবস্থা কে অতিক্রম করে, স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা ইত্যাদি বিষয়।
২)BPL ও APL নির্বিশেষে প্রত্যেক পরিবারকে ১ মাসের খাদ্যদ্রব্য সরবরাহ করা।
৩) ত্রাণ বিলির নামে শাসক দলের নিম্নমানের দলবাজি বন্ধ রেখে , অসহায় মানুষের কাছে প্রয়োজনীয় খাদ্য, ওষুধ ইত্যাদি পৌঁছে দেওয়া।