H S Exam Postponed till 15 April and other Restrictions Issued

অনেক আগেই যে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল অবেশেষে রাজ্য সরকার বাধ্য হল তা ঘোষণা করতে। করোনার জেরেই স্থগিত হয়ে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ আগামী ২৩, ২৫ ও ২৭ মার্চের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ৷ পরীক্ষার পরবর্তী সূচি জানানো হবে ১৫ এপ্রিলের পরে ৷ গত ১২ মার্চ থেকে এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ৷ সংসদ সূত্রে জানা গিয়েছে যে যে পরীক্ষাগুলি হয়েছে সেই পরীক্ষাগুলি যথাযথ হিসাবেই থাকছে, বাকি দিনের পরীক্ষার সূচি পরবর্তী সময়ে জানানো হবে এমনটাই জানা গিয়েছে ৷ এছাড়া আজ থেকে রেস্তোঁরা, নাইটক্লাব,পার্লার সব বন্ধ করে দিল রাজ্য। কিন্তু শপিং মলগুলো কবে থেকে বন্ধ করা হবে এই বিষয়ে কোন সিদ্ধান্ত এখনো জানা যায়নি ।

বিদেশ থেকে ফিরে বিমানবন্দরে উপসর্গ ধরা পড়ায় হাসপাতালে স্থানান্তরিত করা হয় এ রাজ্যের তৃতীয় আক্রান্ত তরুণীকে। স্কটল্যান্ড ফেরত হাবড়ার তরুণীর শরীরে মেলে করোনা ভাইরাস, প্রথমে তাকে বিদেশ থেকে আসার জন্য সাধারণ কোয়ারেন্টাইন রাখা হয়, কাল রাতে সাড়ে এগারোটায় তার রিপোর্ট আসায় দেখা যায় তার শরীরে রয়েছে কোভিড-১৯ ভাইরাস। সঙ্গে সঙ্গে তাকে বেলেঘাটা আই ডি-তে বিশেষ কোয়ারান্টাইনে পাঠানোর ব্যবস্থা করে স্বাস্থ্য দফতর।

কিন্তু বিভিন্ন রাজ্যে থেকে প্রায় কয়েক হাজার বাঙলাবাসী পরিযায়ী শ্রমিক এ রাজ্যে ফিরছেন বিভিন্ন ট্রেন ও বাসে চেপে এবং আতঙ্কের মধ্যেই তারা অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে মধ্যে ফিরছেন তাদের ক্ষেত্রে ‘কোয়ারান্টাইন’ এর কী ব্যবস্থা হবে এখনো পর্যন্ত রাজ্য বা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়নি ।

গোটা দেশে যেখানে আইসিএমআর এর থেকে সর্বশেষ পাওয়া খবর অনুসারে করোনা আক্রান্তের সংখ্যা ২৭১ ও মৃতের সংখ্যা ৫ এ দাঁড়িয়েছে সেখানে যথেষ্ট পরিমাণ টেস্ট কিট না থাকা ,হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের অপ্রতুলতা সহ সার্বিক পরিকাঠামোর অভাবের মধ্যে পরিস্থিতি নিয়ে আশঙ্কায় রয়েছেন রাজ্যবাসী।

Spread the word

Leave a Reply