Ganashakti Patrika

মুদ্রণ স্থগিত, Ganashakti পত্রিকা নিয়মিত

সরবরাহ সংক্রান্ত সমস্যার কারণে আমাদের পার্টির মুখপত্র গণশক্তি পত্রিকার মুদ্রিত সংস্করণ পাঠকদের বিপুল অংশের কাছেই পৌঁছনো সম্ভব হচ্ছে না। এই বিশেষ পরিস্থিতিতে গণশক্তি পত্রিকা’র মুদ্রিত সংস্করণ আপাতত: স্থগিত রাখতে বাধ্য হয়েছে। কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুরের তিন সংস্করণেই বৃহস্পতিবার সকাল থেকে মুদ্রিত সংস্করণ পাঠকরা পাবেন না।


কিন্তু পাঠকদের নিয়মিত খবর সরবরাহ করতে গণশক্তি পত্রিকা দায়বদ্ধ, এমতাবস্থায় গণশক্তি পত্রিকার ই-পেপার পাওয়া যাবে আগের মতই। গণশক্তির ই-পেপার পাওয়া যাবে আগের মতই,বিনামূল্যে। সেইসঙ্গে দিনভর অনলাইনে ওয়েব, পোর্টাল অ্যাপও চালু থাকবে।


ই-পেপার: http://bangla.ganashakti.co.in/


অনলাইন পোর্টাল: http://ganashakti.com/bengali/


অ্যাপ: গুগল প্লে স্টোর থেকে গণশক্তি অ্যাপ Ganashakti –Bengali Newspaper ডাউনলোড করুন।

দেশ তথা রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই যত দ্রুত সম্ভব মুদ্রিত সংস্করণ পুনরায় চালু হবে। গণশক্তি পত্রিকা আগের মতই পাঠকদের সমর্থন পাবে, এই আত্মবিশ্বাস পাঠকদের কাছে আছে।

Spread the word

Leave a Reply