26ConfWBsession1

CPI(M) WB 26 Conference: A Report

১৫ মার্চ, ২০২২

ওয়েবডেস্ক প্রতিবেদন

পতাকা উত্তোলন ও সম্মেলনের সূচনা

পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পশ্চিমবঙ্গ রাজ্য ২৬ তম সম্মেলনের সূচনা হল। পতাকা উত্তোলন করলেন পলিট ব্যুরো সদস্য বিমান বসু।

শহীদ বেদীতে মাল্যদান করেন পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

সম্মেলন পরিচালনায় সভাপতিমন্ডলী গঠনের জন্য নামের প্রস্তাব করেন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।   

কমরেড বিমান বসু কমরেড মহম্মদ সেলিম, কমরেড অশোক ভট্টাচার্য, কমরেড রামচন্দ্র ডোম এবং কমরেড দেবলীনা হেমব্রম সভাপতিমণ্ডলীর দায়িত্বে রয়েছেন। রাজ্য সম্পাদকমন্ডলীর সকল সদস্যরা রয়েছেন স্টিয়ারিং কমিটিতে।

সভাপতিমণ্ডলীর পক্ষে কমরেড বিমান বসু পরিচিতি পত্র টিম ও অনুলিখন টিমের সদস্যদের নাম ঘোষণা করেন।

পরিচিতি পত্র টিমের কনভেনর হয়েছেন কমরেড সায়নদীপ মিত্র, তার সাথে রয়েছেন ময়ুখ বিশ্বাস ও দেবেশ দাস। অয়নাংশু সরকার, নবনীতা চক্রবর্তী, ইন্দ্রজিৎ ঘোষ , শাইদ আমেদ শাইদ এবং জনা মুখার্জি অনুলিখন টিমে রয়েছেন।

২৬তম রাজ্য সম্মেলনের উদ্বোধন করেন পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি।

Spread the word

Leave a Reply