Country Medical Practitioners suffer without dresses, masks, gloves, while exports to Serbia …

April 1,2020

দেশে যখন করোনা প্রতিরোধে চিকিৎসার সরঞ্জামের হাহাকার, সেই সময় সার্বিয়াতে বিপুল পরিমাণে মাস্ক, গ্লাভস, চিকিৎসার সরঞ্জাম রপ্তানি করছে ভারত। সবচেয়ে আশ্চর্যের ঘটনা হলো রাষ্ট্রসঙ্ঘ না জানালে, এ খবর প্রকাশ্যেই আসতো না।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মাস্ক, গ্লাভস ,করোনা প্রতিরোধী পোশাকের অভাব প্রকট হচ্ছে প্রতিদিন, সবচেয়ে বেশি বিপদে ডাক্তার,নার্স সহ স্বাস্থ্য কর্মীরা, সেইসময় সার্বিয়ার রাজধানী বেলগ্রেড বিমানবন্দরে, ছবিসহ মালবাহী বিমানের খবর Tweet করে United Nations Development Programme (UNDP)
যে খবর সামনে এলো তা চমকে দেয়ার মত, United Nations Development Programme (UNDP) জানিয়েছে ,ভারতের কাছ থেকে এইনিয়ে দ্বিতীয়বার করোনা প্রতিরোধী সরঞ্জাম কিনলো সার্বিয়া। মালবাহী বিমানে যেসব জিনিস এসে পৌঁছেছে তার ওজন ৯০ টন।

দেশে করোনা প্রতিরোধের পোশাকের হাহাকার, সেইসময় ,তা বিদেশে বিক্রি করছে কেন্দ্র। তবে কি টাকার এতই অভাব…?
নইলে দেশের মানুষের সমস্যা হবে জেনেও , কেন সার্বিয়াকে মাস্ক, গ্লাভস, পোশাক বিক্রি করা হলো??
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সার্বিয়াকে করোনা প্রতিরোধী সরঞ্জাম বিক্রির বিষয়টি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নাকি জানাই ছিল না। প্রশ্ন উঠছে ,তবে কার নির্দেশে রপ্তানি হলো? সেই প্রশ্ন থেকেই গেলো।
মাস্ক, গ্লাভস এবং নির্দিষ্ট পোশাক ছাড়া চিকিৎসা করতে বাধ্য হওয়ার জন্য ইতিমধ্যে দেশের শতাধিক চিকিৎসক কোয়ারেন্টাইনে , সংক্রমিত বেশ কয়েকজন।
এর পরেও কেন করোনা প্রতিরোধের সরঞ্জাম বিক্রি করা হলো বিদেশে…???

Spread the word

Leave a Reply