মার্কিন সাম্রাজ্যবাদের বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে কলকাতায় বামফ্রন্টের বিক্ষোভ

12 May, 2020

ওয়েবডেস্কের প্রতিবেদন: বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে ১৭ টি বাম দলের ডাকে কলকাতায় বিক্ষোভ দেখানো হয়।
আমেরিকায় জর্জ ফ্লয়েডের হত্যার বিরূদ্ধে
আজ ১৭টি বাম দলের ডাকে আমেরিকান কনস্যুলেট (হোচিমিন সরণি,কলকাতা)
এর সামনে ব্যানার, ফেস্টুন,প্ল্যাকার্ড নিয়ে শারীরিক দূরত্ববিধি মেনে বিক্ষোভ দেখানো হয়।
এই বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সংক্ষিপ্তভাবে বক্তব্য পেশ করেন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

পৃথিবীর ইতিহাসে বর্ণবাদ বৈষম্যের বিরুদ্ধে প্রবাদপ্রতিম চরিত্র নেলসন ম্যান্ডেলা কিংবা মার্টিন লুথার কিং।ম্যান্ডেলা তার ৯৫ বছরের জীবনের দীর্ঘ ২৭ বছর কারাগারে বন্দীদশায় কাটিয়েছিলেন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে।মার্টিন লুথার কিং নিজের জীবনের বিনিময়ে রচনা করেছিলেন বর্ণবাদের বিরুদ্ধে সাম্যের গান জগৎ বিখ্যাত ভাষণ ‘আই হ্যাভ এ ড্রিম’।।কিন্তু বিশ্বায়নের এই ২০২০ সালে এসে আজও তাদের স্বপ্নের সেই বৈষম্যহীন পৃথিবী মহাকালের মহামঞ্চে স্থান পায়নি।আজও বর্ণ বৈষম্য আকাশের দিকে তাকিয়ে নেলসন নেলসন লুথার লুথার বলে চিৎকারে ক্রন্দিত হয়।
BlackLivesMatter এর স্লোগান হোক,বা হ্যাশট্যাগ প্রতিবাদের গর্জিত আজ পৃথিবীর সর্বত্র বর্ণ বৈষম্যের বিরুদ্ধের মানুষরা।

বৈষম্য অর্থনৈতিক হোক কি বর্ণ কিংবা ধর্ম
বামেরা বৈষম্যের বিরূদ্ধে ছিলো আছে আর থাকবে…

Spread the word

Leave a Reply