Better Late Than Never: Sujan Chakrabarty To WB Govt

তারিখঃ ৩০শে জানুয়ারি – ২০২১

ওয়েবডেস্কের প্রতিবেদন

পশ্চিমবঙ্গে বিধানসভায় বাম পরিষদীয় নেতা ডঃ সূজন চক্রবর্তী কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিশেধ হিসাবে রাজ্য সরকারের প্রস্তাবিত বিলের প্রসঙ্গে Better Late Than Never বলে টিপ্পনি করলেন।

ডঃ সূজন চক্রবর্তী তার বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেন গত বছরের ২০শে সেপ্টেম্বর তারিখে রাজ্যসভায় কেন্দ্রীয় সরকার আইন পাশ করার পরেই ২৪ শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে বিধানসভায় বামেরা এমন প্রতিশেধমূলক বিল পাশ করার আবেদন জানিয়েছিল। তখন রাজ্য সরকার সেই আবেদনে সাড়া দেয় নি। পরে নানা অজুহাতে সেই প্রস্তাব রাজ্য সরকারের আনা প্রস্তাবের সাথে Same Kind – Same Spirit বলে উল্লেখ করে খারিজ করা হল।

এখন যখন সারা দেশে এই আইনের প্রতিবাদে আন্দোলন চলছে, কেন্দ্রীয় সরকার নিজেই বিল স্থগিত করার প্রস্তাব দিয়েছে তখন আমাদের রাজ্যে কেন্দ্রীয় বিল প্রতিশেধি আইনের প্রস্তাব নেওয়া চলছে।

ডঃ সূজন চক্রবর্তীর বিধানসভায় আলোচনাটি বিস্তারিত জানতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে বক্তব্যের পিডিএফ ডাউনলোড করুন –

Spread the word

Leave a Reply