PB Statement

Basudeb Acharia: Polit Bureau States

১৩ নভেম্বর, সোমবার,২০২৩

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো প্রবীণ কমিউনিস্ট, প্রাক্তন সাংসদ এবং ট্রেড ইউনিয়ন নেতা বাসুদেব আচারিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। তিনি আজ হায়দ্রাবাদে মারা গেছেন। বয়সজনিত অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার বয়স হয়েছিল ৮১ বছর।

বাসুদেব আচারিয়া ১৯৪২ সালের ১১ জুলাই পুরুলিয়ায় জন্মগ্রহণ করেন । ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি স্কুল শিক্ষকের চাকরি ছেড়ে পার্টির সর্বক্ষণের কর্মী হন।

তিনি ১৯৮১ সালে পার্টির পুরুলিয়া জেলা কমিটিতে, ১৯৮৫ সালে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিতে এবং ২০০৫ সালে পার্টির কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন। ২০১৮ সালে তিনি কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হন। ট্রেড ইউনিয়ন আন্দোলনে সক্রিয় বাসুদেব আচারিয়া প্রধানত রেল ও কয়লা শ্রমিকদের নেতা ছিলেন। তিনি সিআইটিইউ-এর অন্যতম সহ-সভাপতিও ছিলেন।

তিনি এক অসামান্য সাংসদ ছিলেন, যিনি সর্বদা জনগণের সমস্যাগুলো লোকসভায় তুলে ধরতেন। কমরেড আচারিয়া ১৯৮০ থেকে ২০০৯ সাল পর্যন্ত নয়বার লোকসভায় নির্বাচিত হয়েছিলেন।

পলিট ব্যুরো তার শোকসন্তপ্ত দুই কন্যা ও পুত্রের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

Spread the word

Leave a Reply