দিল্লির হিংসার প্রতিবাদে উত্তাল রাজপথ

March 2, 2020

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ দুপুর তিনটের সময় শুরু হয় একাধিক বামদল ,কংগ্রেস সহ সমস্ত বিজেপি ও তৃণমূল বিরোধী সংগঠনগুলোর শান্তি মিছিল। হাজার হাজার মানুষের এই মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়ে শেষ হয় মহাজাতি সদনের সামনে।

সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী সহ , প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও অসংখ্য মানুষ। মিছিল থেকে স্লোগান ওঠে – রবীন্দ্রনাথ , নজরুল ইসলামের এই ভূমিতে দাঙ্গাবাজদের ঠাঁই নেই। মমতা-মোদি দূর হঠো। দিল্লির আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী , দাঙ্গাবাজ অমিত শাহ বাংলায় তোমার ঠাঁই নেই।

এখন পর্যন্ত ৪৭ জন মানুষের প্রাণহানি ঘটেছে দিল্লিতে । স্বরাষ্ট্রমন্ত্রী এখনও অবধি কোন বিবৃতি দেওয়ার প্রয়োজনও বোধ করেনি। মিছিল শেষে নেতৃত্বের পক্ষ থেকে বক্তব্যেও দাবি জানানো হয় অবিলম্বে দিল্লির পরিস্থিতি স্বাভাবিক করার ও সংশয়ের যে বাতাবরণ তৈরি হয়েছে তা নির্মূল করার।

Spread the word

Leave a Reply