ভারতের কমিউনিস্ট পার্টি (মারক্সবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ
আনুষ্ঠানিক বিবৃতি জারী করে ভারতের রিজার্ভ ব্যাংক জানিয়ে দিয়েছে দেশের অর্থনীতি গুরুতর অধোগতিপ্রাপ্ত হয়েছে এবং তাদের পক্ষ থেকে একথাও বলা হয়েছে যে “ভারতের জাতীয় অর্থনীতি ২০২০-২১ অর্থবর্ষের প্রথমার্ধে ইতিহাসে এই প্রথমবার আর্থিক মন্দার মধ্যে প্রবেশ করেছে”।
এই বছর এপ্রিল-জুন নাগাদ দেশের জিডিপি বৃদ্ধির হার একধাক্কায় ২৩.৯ শতাংশ নেমে গিয়েছিল, সেপ্টেম্বর মাসের শেষদিকে সেই অধোগতির সূচিমুখ আরও ৮.৬ শতাংশ তলায় নেমে গেছে ।
জাতীয় অর্থনীতির এভাবে ক্রমহ্রাসমান সংকোচনের ফলাফল হিসাবে দেশের জনগণের জীবন-জীবিকা ধ্বংস হয়েছে, কোটি কোটি মানুষ দারিদ্র্য, খাদ্যসংকট ও বঞ্চনার শিকার হয়েছে। এই আর্থিক মন্দাবস্থা এখন আর জীবিকার সংকট নয়, বর্তমানে তা মানুষের জীবন সংকটের কারনে পরিণত হয়েছে।
দেশের অর্থনীতির এই বিশাল আকারের ধংস্বসাধন হবার প্রধান কারন মোদী সরকার প্রণীত আর্থিক নীতিসমূহ। এই সমস্যাকে মোকাবিলা করা যাবে একমাত্র যদি জনগণের জন্য অতি প্রয়োজনীয় পরিকাঠামো খাতে সরকারি ব্যায়বরাদ্দ বাড়ানো হতে থাকে, প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয় এবং সেই অনুসারে অভ্যন্তরীণ চাহিদা বর্ধিত হয়। একমাত্র এই পথেই অর্থনৈতিক পুনরুজ্জীবন হতে পারে।
দেশের জাতীয় সম্পদের লুট বন্ধ হতে হবে, ইলেকটোরাল বন্ড জমা করে নিজেদের সৌভাগ্যের পথ গড়ে নেওয়া থামাতে হবে এবং প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত তহবিল সমাপ্ত হতে হবে। এইসমস্ত তহবিলের অর্থরাশি জনগণের খাতে ব্যয় করতে হবে যাতে একজনও ভারতীয় অভুক্ত না থাকে।
শেয়ার করুন