Logo oF Communism

আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতি - সিপিআই(এম) পলিট ব্যুরোর বিবৃতি

আসামের বন্যা পরিস্থিতিঃ উপযুক্ত ত্রানের ব্যাবস্থা করতে হবে

তারিখঃ ২০ জুলাই, ২০২০ – সোমবার

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পলিট ব্যুরো নিম্নলিখিতি বিবৃতি দিয়েছেঃ

আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতি

কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকার ত্রানের ব্যবস্থা করতে এখনও ব্যর্থ

আসামে এই নিয়ে তৃতীয় দফা এবং এখনও অবধি সবথেকে ভয়ানক বন্যা পরিস্থিতিতে ইতিমধ্যেই সেই রাজ্যের ৩৫ লক্ষেরও বেশী মানুষের জীবন-জীবিকা ভীষণরকম ক্ষতিগ্রস্থ হয়েছে। এখনও অবধি ৮৪ জনের মৃত্যু হয়েছে। মোট ২৪ টি জেলার ৩০০০ চেয়েও বেশী গ্রাম এই বন্যার কবলে পড়েছে। ক্ষতির কারন মূলত ব্রহ্মপুত্র, বারাক এবং তাদের উপনদীগুলির কারনে হওয়া ভূমী ক্ষয়প্রাপ্তি। ১.২৭ লক্ষ হেক্টর আবাদি জমি বন্যায় ভেসে গেছে এবং অসংখ্য গবাদী পশু মারা গেছে। হাজার হাজার ব্রিজ, বাঁধ, বসতবাড়িসহ জনগনের যাবতীয় সম্পত্তি নষ্ট হয়েছে।

আসামের বহু জায়গার বাঁধই এই বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার অনেক আগেই নিজেদের কার্যক্ষমতা হারিয়ে ফেলেছিল, প্রয়োজন ছিল সেই বাঁধগুলির সংস্কারের। বিজেপি’র নেতৃত্বে সেখানকার রাজ্য সরকার এই বাঁধ মেরামতির কাজে শোচনীয়ভাবে ব্যার্থ, বন্যার কবলে পড়া বেশিরভাগ জায়গায় এখনও কোন সরকারি ত্রান পৌঁছায় নি।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের তরফে এখনও অবধি কোন রিলিফ প্যাকেজের ঘোষণা করা হয় নি, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাপ করতে কোন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলকেও পাঠানো হয় নি।

বন্যায় আক্রান্ত প্রতিটি পরিবারের জন্য উপযুক্ত ত্রানের দাবি জানাচ্ছে সিপিআই(এম)’র পলিট ব্যুরো। আসামে বহুযুগ ধরে চলা খাদ্য সংকটকে অবিলম্বে জাতীয় সমস্যা হিসাবে মান্যতা দিয়ে বর্তমান বন্যা পরিস্থিতিতে উপযুক্ত ত্রানের ব্যাবস্থা করতে হবে।
শেয়ার করুন

উত্তর দিন